আমাদের কথা খুঁজে নিন

   

চোখের পাণ্ডুলিপি

জনক কিংবা পিতাকে নিয়ে প্রশ্ন তোল না// যে মায়ের আঁচলে ভাত খাওয়া হাত মুছেছি, কোনোদিন এই আমি তার সামনে দাঁড়াতে পারব না। // (নজরানাঃ জাতির জনক শেখ মুজিবকে) একটি পাণ্ডুলিপি নিয়ে আর কতদূর এগোনো যায়? সকালটা কবিতা হবে বলে কথা দিয়েছিলো, রাখেনি। এখন সন্ধ্যে ৭ টার গন্ধ। সন্ধ্যেটা কবিতা হলে সান্ধ্য ভাষা কী? আমাদের শহরে রাত্রি ঘুমায় না। নাগরিক স্বপ্ন সিটি বাসের সিটের অপেক্ষায় যাত্রী ছাউনীতে।

যতদুর মনে পড়ে, শহর দু'মুঠো ভাতের কথা দিয়েছিল, রাখেনি। পাশের বাসার কেরানীটা মরল কাল । অবিবাহিতা তার দু'মেয়ের চোখে আমি কোনো শব্দ খুঁজে পাইনি। অথচ, গত কয়েকদিন আগেও চোখ তাদের কথা বলেছিলো। এবারের পাণ্ডুলিপিটি চোখ নিয়ে।

চোখের গল্প ওখানে সব। চোখের রঙ কেনো নীল হলো না, ভাবছি। কালো কি নীলের চেয়েও অধিক গভীর, কষ্টের? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.