প্রিয় বন্ধুদের আজ গানের পেছনের গল্পের ধারাবাহিক প্রকাশের বিরতি দিয়ে আজ কোন গান ও গানের শিল্পীর গল্প না বলে আজ বলবো বাংলা গানের অডিও বাজারের সেরা প্রযোজনা একটি সংস্থার কথা। যা আমার ও আমার সমবয়সীদের সোনালি স্মৃতির একটি অংশ ।
আমাদের বাংলা গান এর একটি বিশাল সেরা ভাণ্ডার রয়ে গেছে নতুন অ্যালবাম প্রকাশ বন্ধ করে দেয়া এক সময়ের সবচেয়ে জনপ্রিয় অডিও প্রযোজনা কোম্পানি 'সারগাম' এর কাছে। সারগাম ছিল সেই সময়ে সকল ব্যান্ড গানের অডিওর কারখানা। শুধু ব্যান্ড নয় আধুনিক ,পপ, রবীন্দ্র , নজরুল সব ধারার সেরা শিল্পীদের অ্যালবাম বের করতো 'সারগাম'।
'সারগাম' এর ক্যাসেটের একটি বৈশিষ্ট্য ছিল ক্যাসেটের কোণায় সব সময়
অ্যালবাম এর সংখ্যা থাকতো যেমন 'সারগাম ১ , ২ .........করে ১৯০...২০০ লিখা থাকতো। অর্থাৎ প্রক
াশিত অ্যালবামটি 'সারগাম' এর কততম অ্যালবাম সেটা সহজে বুঝা যেতো । সোলস, অবস্কিউর, চাইম, নোভা ,রেনেসা, মাইলস , এলআরবি , উইনিং , ফিলিংস সহ জনপ্রিয় ব্যান্ড থেকে শুরু করে মনিটর, উইনডস, শিঞ্জন, মিউজিক টাচ, লেসন , ইভস, সিম্ফনি সহ নতুন নতুন ব্যান্ড এর অ্যালবামও বের করতো এই সারগাম। 'সারগাম' এর প্রথম প্রকাশিত অ্যালবাম ছিল 'অবসকিউর' এর ' ভলিউম ১' অ্যালবামটি । যে অ্যালবামে ছিল 'মাঝ রাতে চাঁদ ' ছাইরা গেলাম মাটির পৃথিবী' 'ভণ্ড বাবা' সহ ১২ টি সুপার ডুপার গান যা বাংলা ব্যান্ড সঙ্গীতের সর্বকালের সেরা অ্যালবামগুলোর একটি।
এই প্রসঙ্গে টিপু ভাই বলেন - সেই 'অবসকিউর ১' দিয়ে যাত্রা শুরু করে '' ‘গান আমি কখনোই পেশা হিসেবে নিইনি। তবে সেই সময় শ্রোতাদের কাছে পৌঁছনোর এমন সুযোগ আমরা কাজে লাগিয়েছিলাম। আমরা দুই রাতেই অ্যালবামটির কাজ শেষ করি। প্রথম দিনে মিউজিক করে দ্বিতীয় রাতে বারোটি গানে কণ্ঠ দিই আমি। আমাদেরও প্রথম অ্যালবাম বের হলো এবং একইসঙ্গে যাত্রা শুরু করলো সারগাম।
’
'সারগাম' পরবর্তীতে বাংলা ব্যান্ড সঙ্গীতের সর্বকালের সেরা ব্যান্ড গুলোর প্রথম অ্যালবাম প্রকাশ হয়েছিল এই 'সারগাম' থেকে। সারগাম যেসব ব্যান্ড গুলোর প্রথম অ্যালবাম বের করেছিল সেগুলো হলো - 'রেনেসা ১' , নোভা ১- আহবান , এলআরবি ডাবল অ্যালবাম ১ ও ২ ( হকার ও ঘুম ভাঙ্গা শহরে ) , আর্ক - মুক্তিযুদ্ধ , 'উইনিং ১', 'ওয়ারফেইজ ১' ফিলিংস - স্টেশন রোড , প্রমিথিউস - স্বাধীনতা চাই , লেসন ১ সহ বহু জনপ্রিয় অ্যালবাম । ব্যান্ড এর পাশাপাশি জনপ্রিয় শিল্পীদের একক অ্যালবামেও ছিল 'সারগাম' এর রাজত্ব । উল্লেখযোগ্য একক অ্যালবামগুলো হলো - তপন চৌধুরী - সেলফ টাইটেলড ( মনে করো ) , শেখ ইশতিয়াক - ভাগ্যর ডাক্তার , জেমস - অনন্যা, আইয়ুব বাচ্চু - ময়না, নাসিম আলী খান ( সেলফ টাইটেলড), সুমনা হক (কবিতা পড়ার প্রহর) , রানা ( সেলফ টাইটেলড , শুভ্র দেব - হ্যামিলনের বাঁশিওয়ালা সহ বহু বহু জনপ্রিয় অ্যালবাম । সারগাম এর জনপ্রিয় অন্য অ্যালবামগুলো হলো – নোভার ‘রাজাকারের তালিকা চাই’ , ‘অবসকিউর ২’, ফিলিংস এর ‘জেল থেকে বলছি’ , রেনেসা 'তৃতীয় বিশ্ব', ফ্রমওয়েস্ট এর 'সে কেমন মেয়ে' সহ বহু শ্রোতাপ্রিয় অ্যালবাম ।
বাংলা ব্যান্ড ও একক শিল্পীদের অ্যালবামগুলো দিয়ে 'সারগাম' বাংলা অডিও প্রযোজনা সংস্থার ইতিহাসে শ্রেষ্ঠ প্রযোজনা সংস্থার স্থান দখল করে আছে। বাংলা ব্যান্ড ও আধুনিক সঙ্গীতের জনপ্রিয় সব শিল্পীদের অ্যালবাম প্রকাশের পাশাপাশি 'সারগাম' মাঝে মাঝে ইংরেজি অ্যালবামও বের করতো। তবে সেই অ্যালবামগুলোর বিস্তার খুব কম ছিল। 'সারগাম' শুরু থেকে শেষ পর্যন্ত ছিল শুধুই বাংলাদেশের শিল্পী ও ব্যান্ডের অডিও ক্যাসেটের কোম্পানি ।
সেই সময় 'সারগাম' এর সাথে প্রায় সময় প্রতিযোগিতায় টেক্কা দিতে চাইতো 'দোয়েল প্রডাক্টস' , 'ডন মিউজিক' 'বেতার জগত' সহ অন্যান্য কোম্পানিগুলো ।
যেমন দিলরুবা খান এর আলোড়ন তোলা অ্যালবাম 'পাগল মন' , 'মাইলস' এর প্রথম বাংলা অ্যালবাম 'প্রতিশ্রুতি' বের করে 'ডন মিউজিক' যেমনি আলোড়ন তুলে অবাক করে দিয়েছিল তেমনি আবার 'ইভস' এর প্রথম অ্যালবাম 'ভাংচুর প্রেম' বের করে 'দোয়েল প্রোডাক্টস আলোড়ন তুলেছিল। তবুও দিনশেষে আমাদের 'সারগাম' এর কাছে আস্তেই হতো। আজ 'সারগাম' নেই কিন্তু তাঁদের প্রকাশিত অ্যালবামগুলো সেই সময় যারা কিনেছিল তাঁদের কাছে 'সারগাম' সোনালি স্মৃতির একটি অধ্যায় । 'সারগাম' এর নেই কিন্তু তাঁদের প্রকাশিত বহু গানগুলো ঠাই করে নিয়েছে বাংলা সঙ্গীতের কালজয়ী গানের তালিকায়। 'সারগাম' রয়ে গেছে আমাদের মনের মণিকোঠায় ।
সেদিনের আমরা সেই শ্রোতারা আজো 'সারগাম' এর জন্য আফসোস করি।
বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা বাংলা গান পাগল বন্ধু ও খুব কাছের একজন রাঙ্গামাটির সাগর রহমান ভাই কে।
মুল লিখা - 'বাংলা গানের অডিও কোম্পানিগুলোর কথা ১ঃ স্মৃতির মণিকোঠায় থাকা একটি নাম 'সারগাম ' ঃ কবি ও কাব্য ( ০৪/১০১২)
বাংলা গান ও ছবির এমন আরও দুর্লভ কিছু পেতে ক্লিক করুন ঃ বাংলা গান ও ছবির জাদুঘর
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।