আমাদের কথা খুঁজে নিন

   

বাবা অসম্ভব মনে পড়ে, প্রচন্ড মনে পড়ে তোমাকে। যতই রাত হোক, ভোর হোক, দেরি হোক, তুমি আসো বাবা।

by Syed Saiful Alam Shovan এটা সময় ছিল ঈদ মানে বাবার জন্য অপেক্ষা। সব বন্ধুদের মাঝে আমার বাবাই ঢাকা থাকতেন। পুরো পরিবার আমরা অপেক্ষায় থাকতাম বাবা আসবে। বাবা বাড়িতে আসার উপর নির্ভর করত আমাদের ঈদ আর ঈদের নতুন কাপড়। আর তাই বাবার বাড়িতে আসাটাই ছিল আমাদের ঈদ।

প্রতিবারই বাবা বড্ড দেরি করে আসতেন। এমনও হয়েছে সারারাত অপেক্ষা করে আমি নতুন কাপড়ের জন্য কান্নাকাটি করে ঘুমিয়ে পড়েছি। কোন উপায় না দেখে রাতেই মা গত ঈদের পাঞ্জাবি ইস্ত্রি করে রেখেছেন। বড্ড রাগ হত বাবার উপর। সারাদেশের মানুষ ঈদে বাড়িতে আসে আমার বাবার কি কাজ? কত কাজ? কিসের ব্যস্ততা? কত প্রশ্নই না করেছি মাকে ।

সকালে ঘুম থেকে উঠে দেখি বাবা আমার নতুন প্যান্ট আর শার্ট নিয়ে হাজির। গতরাতে জমানো রাগ, অভিমান, অভিযোগ,কান্না ভুলে পকেটে নতুন চকচকে টাকা নিয়ে, বাবার হাত ধরে গিয়েছি নামাজ পড়তে। আসার সময় রঙ্গিন বেলুন হাতে। এখন সময়ের আগে জোড়ায় জোড়ায় নতুন কাপড় আসে, কাপড়ের জন্য আমার অপেক্ষা করতে হয় না। শুধু অপেক্ষা বাবার জন্য, আমার বাবা আসে না।

১২টি ঈদ পার করলাম বাবাকে ছাড়া। ১৩ তম ঈদের প্রস্তুতি চলেছে। নতুন কাপড়, চকচকে টাকা, রঙ্গিন বেলুনের সুবাস চারদিকে। বাবা অসম্ভব মনে পড়ে, প্রচন্ড মনে পড়ে তোমাকে। যতই রাত হোক, ভোর হোক, দেরি হোক, তুমি আসো বাবা।

আবারও আমাদের ঈদ হয়ে, আমার ঈদ হয়ে আসো তুমি। অফেরার দেশের বাবাকে নিয়ে আমার ফেসবুক বন্ধুর আর্তনাদ যা আমাকে প্রবল স্পর্শ করে , তাই শেয়ার করলাম। আমাদের যাদের বাবা-মা আছে আমরা যেন তাদের মর্ম বুজতে পারি, আর যাদের বাবা-মা নেই আমরা যেন দুহাত তুলে সৃষ্টিকর্তার কাছে তাদের জন্য দয়া প্রার্থনা করি।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.