জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই
যারা লেখক হতে চান, তাদের জন্য এই সিরিজ। লেখক হতে হলে কোন কোন বইগুলি অবশ্যই পড়া উচিত সেটা মাথায় রেখে এই সিরিজটা লিখছি। কেবল বাংলা বই এই সিরিজের আলোচ্য বিষয়।
সিরিজের এই পর্বে এসে এমন কিছু বইয়ের কথা উল্লেখ করছি, যেগুলো পড়ার চেয়ে সংগ্রহে রাখা বেশি দরকার। লেখার সময়ে এই বইগুলো ব্যবহার করতে হবে।
বইয়ের নাম : বাংলা বানান বিচিন্তা
লেখক : অধ্যাপক পি. আচার্য
প্রকাশক : বিকাশ গ্রন্থ ভবন
মূল্য : ১৩০ টাকা (ভারতীয়)
এই বইটি বানানের বই। মানে এটাও একটা বানানের অভিধান। তবে এটার মধ্যে একটু বেশি কিছু আছে। একটু বেশি ব্যাখ্যা-বিশ্লেষণ। যারা ভাষা ও বানানকে ভালোভাবে জানতে-বুঝতে চান, তাদের জন্য একটা চমৎকার বই।
ভূমিকাতে লেখক বলেছেন, ‘বাংলা বানান বিচিন্তা’র লক্ষ্য শুদ্ধ বানান। অনেকে বলবেন, যে-কোন প্রচলিত অভিধানই তো শুদ্ধ বানানের অভিধান। সত্য কথা। যে কোন প্রচলিত অভিধানই শুদ্ধ বানানের অভিধান। কিন্তু কোন শব্দের বানান কেন শুদ্ধ, তার কোন ব্যাখ্যা নেই।
সেই ব্যাখ্যা না থাকায় অভ্যাস কিংবা মুখস্থের ওপরেই নির্ভর করতে হয়েছে, শব্দের ভেতরে প্রবেশ সম্ভব হয় নি। সেই অভাব দূর করবার জন্যে এই ক্ষুদ্র প্রচেষ্টা।
বইটা সংগ্রহে রাখার মতো।
চলবে......
পর্ব -০১ । পর্ব -০২ ।
পর্ব -০৩ । পর্ব -০৪ । পর্ব - ০৫ । পর্ব -০৬ । পর্ব -০৭ ।
পর্ব -০৮ । পর্ব -১০ ।
নতুন লেখকদের জন্য শুদ্ধ বানান শেখার সিরিজ :
বাংলা বানান শেখার বই
পর্ব -১ । পর্ব -২ । পর্ব -০৩ ।
পর্ব -০৪ ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।