স্বন্দেশ নেপালের রাজধানী কাঠমান্ডুতে শুরু হয়েছে সমকামীদের (পুরুষ) ক্রীড়া প্রতিযোগিতা।
সমকামীদের অধিকার আদায়ের লক্ষ্যে নেপালের সমকামী অধিকার গ্রুপের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এ ধরনের প্রতিযোগিতা দক্ষিণ এশিয়ায় এই প্রথম।
সংগঠনের সদস্যরা জানিয়েছে, ৩০টি দেশ থেকে ৩০০ এরও বেশি সমকামী তিন দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে নাম লিখেয়েছেন।
এ অনুষ্ঠানের লক্ষ্য-উদ্দেশ্য হচ্ছে- যৌন সংখ্যালঘুদের সমঅধিকার বাস্তবায়িত করা।
উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার অনেক দেশেই সমকামিতা নিষিদ্ধ। এর মধ্যে বাংলাদেশ ও পাকিস্তান অন্যতম। এসব দেশে এ সংক্রান্ত অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
তবে নেপালে রাজতন্ত্রের অবসানের পর ২০০৭ সালে সমকামিতা বৈধতা পায়।
সুপ্রিম কোর্ট দেশটির নতুন সরকারকে সমকামীদের সমঅধিকার রক্ষায় নির্দেশ দেন।
সৌজন্যে: http://bbarta24.com/?p=12190 ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।