নেতৃত্বের বিষয়ে আলোচনা করার পূর্বে যাকে নিয়ে মূলত এই নেতৃত্ব গঠন করা হয়ে থাকে সেই নেতাকে প্রথমে সংঙ্গায়িত করার প্রয়োজন মনে করছি। নেতা বলতে আমরা বুঝি নায়ক, পরিচালক, আমীর বা প্রধান, পথ প্রদর্শক, অগ্রনী ইত্যাদি।
সহজ ভাষায় যিনি তার অনুসারীদেরকে পথ দেখিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যান এবং লক্ষ্য বাস্তবায়নে সকলকে একসাথে করে কর্মসূচী বাস্তবায়ন করেন। আমরা বর্তমান সময়ে অনেক প্রকার নেতা দেখি যেমন, ধর্মীয় নেতা, সামাজিক নেতা, রাজনৈতিক নেতা, ইত্যাদি। এক্ষেত্রে আদর্শিক দিক বিবেচনায় আনলে আমরা বর্তমান বিশ্বে দু’ধরনের নেতা দেখতে পাই।
যেমন: আদর্শিক নেতৃত্ব এবং বুর্জোয়া নেতৃত্ব।
আজকাল সারা পৃথিবীতে নেতা শব্দটাকে খুবি সহজে ব্যাবহার করা হয়ে থাকে। যদিও নেতা শব্দটি দ্বারা কোন একটি বিশেষ মানুষ বুঝানো হয় না। নেতা বলতে আমরা বুঝি অনেক গুলো মানুষের যোগফল। যে মানুষের মধ্যে অনেক মানুষ আসে সে হচ্ছে নেতা।
একজন নেতাকে যেহেতু একটি টিম বা গ্রুপ পরিচালনা করতে হয়। সেজন্যে নেতাকে হতে হয় বহুমুখী গুনের অধিকারী। যে বৈশিষ্ট্য তার জনশক্তিকে বা কর্মীবাহীনিকে এ গুনাবলী অর্জন করার জন্য আগ্রহী করবে, তাদের মাঝে উৎসাহ জন্মাবে।
একজন যোগ্য নেতার বৈশিষ্ট্য: তিনি জনগনের প্রতি লক্ষ্য রাখবেন, ঐ কাজটি করবেন যা করলে জনগনের কল্যাণ হবে, তিনি সব সময় তার কর্মী বাহিনীকে উৎসাহ যোগাবেন, অনুপ্রাণিত করবেন। নেতাকে মানুষ পড়ার যোগ্যতা অর্জন করতে হবে তা না হলে নেতৃত্বের ধারাবহিকতা নষ্ট হতে পারে।
নেতা হবেন আদর্শের মডেল। তিনি যে আদর্শকে বাস্তবায়ন করার জন্য কাজ করছেন সে আদর্শের এপ্লিকেশন প্রথমত তার কাছে থাকতে হবে। তা না হলে কর্মীবাহিনী বিব্রান্ত হবার সমূহ সম্ভাবনা থেকে যায় কিংবা সঠিক পথে পরিচালনা করতে তিনি ব্যার্থ হবেন।
নেতা কোন সাফল্যের নাম নয়, সাফল্যতো একটি বৈষয়িক বিষয়, অনেক সময় চোর বাটপারওতো সফল হয়। আমি যেটাকে সাফল্য মনে করি সেটা হলো সার্থকতা বা ফুলফিলমেন্ট।
আমি যে উদ্দেশ্য নিয়ে এ পৃথিবীতে জন্মেছিলাম তাকে পরিপূর্ণভাবে, সুপ্রচুরভাবে সম্পূর্ণ করা, সমাপ্ত করা। মোদ্দাকথা আমার বিশ্বাসটাকে বাস্তবায়ন করা। এ বাস্তবায়নের জন্যই আমার সকল চেষ্টা বা প্রচেষ্টা। একজন নেতার স্বপ্ন হবে তাকে সৃষ্টিকর্তা যে উদ্দেশ্যে প্রেরণ করেছেন সে উদ্দেশ্য মাফিক তার কর্মীবহিনী এবং সাথে সাথে নিজেকেও ঐ বিশ্বাসের উপর পরিচালনা করা। এদেশে একটি কথা প্রচলিত আছে: স্বার্থক জন্ম আমি জন্মেছি এই দেশে।
এই স্বার্থক শব্দটা আমাদের স্বপ্ন হওয়া উচিত। আমি সব সময় নিজেকে প্রস্তুত রাখবো। যাতে করে আমি আমার জীবন থাকা পর্যন্ত লক্ষ্যচ্যুত না হই।
......................................চলবে.................................. ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।