সামুতে এতদিন শুধু পড়ছি। এখন থেকে অল্প অল্প লেখার চেষ্টায়। হাহাহা হাসতে হাসতে শেষ। বসছি পিসিতে । হঠা্ৎ দেখি মিস্টার চিকা কম্পিউটার টেবিল থেকে বের হয়ে আমার দরজা দিয়ে বের হওয়ার চেষ্টায় লিপ্ত।
দরজা বন্ধ থাকায় আমার আলমারির পিছনে আত্বগোপন করছে। মনে মনে বললাম বহুত জালাইছোছ। চোরের দশ দিন গিরোস্তের ১ দিন। আম্মু ,কাজের মেয়ে এদের কে নিয়ে লাঠি, সলার ঝারু নিয়ে একশেনে নাম্লাম। শেষ পর্যন্ত মিসন ইম্পসিবল সাকসেস।
আফসোস একটা ছবি তোলার আগেই দেখি মিস্টার কে ফেলে দেওয়া হয়ছে জানালা দিয়ে। বিড়ালের রিজিক আল্লাহয় রাখছে। কি আর করা। মজার অভিজ্ঞতা হলো। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।