জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই
যারা লেখক হতে চান, তাদের জন্য এই সিরিজ। লেখক হতে হলে কোন কোন বইগুলি অবশ্যই পড়া উচিত সেটা মাথায় রেখে এই সিরিজটা লিখছি। কেবল বাংলা বই এই সিরিজের আলোচ্য বিষয়।
সিরিজের এই পর্বে এসে এমন কিছু বইয়ের কথা উল্লেখ করছি, যেগুলো পড়ার চেয়ে সংগ্রহে রাখা বেশি দরকার। লেখার সময়ে এই বইগুলো ব্যবহার করতে হবে।
বইয়ের নাম : বাংলা লেখক ও সম্পাদকের অভিধান
লেখক : সুভাষ ভট্টাচার্য
প্রকাশক : আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড
মূল্য : ৫০ টাকা (ভারতীয়)
এই বইটার ব্যাপারে আমি তেমন কিছু বলব না। কারণ এই বইয়ে যা লেখা আছে, সেটা উল্লেখ করলেই চলবে। এই বইয়ের একটা অধ্যায় থেকে উল্লেখযোগ্য অংশ সরাসরি তুলে দিচ্ছি । অধ্যায়ের নাম - কেন এই অভিধান ?
এই অভিধান ইতিপূর্বে প্রকাশিত অন্য সমস্ত বাংলা অভিধান থেকে স্বতন্ত্র। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের রাইটার্জ ডিকশনারি এবং পেঙ্গুইন ডিকশনারি ফর রাইটার্জ এন্ড এডিটর্জ-এর আদলে পরিকল্পিত, কিন্তু সম্পূর্ণভাবে বাংলার পাঠক লেখক ও সম্পাদকদের প্রয়োজন মেটাবার জন্য রচিত হয়েছে এই অভিধান।
..... আমাদের এই অভিধানটি বাংলাভাষার প্রথম লেখক-সম্পাদকের অভিধান। ..... এই অভিধানটি সম্পূর্ণভাবে বাঙালি পাঠক লেখক্ ও সম্পাদকের প্রয়োজনের কথা মনে রেখেই লিখিত হয়েছে।
সুতরাং বুঝতেই পারছেন কেন এই বইটা সংগ্রহে রাখবেন। তবে আরেকটা কথা স্মরণ করিয়ে দিই। এই বইটা কিন্তু আনন্দবাজার পত্রিকা ব্যবহারবিধি গ্রন্থমালার অন্তর্গত।
এই ব্যবহারবিধির অন্তর্গত আরেকটা বই আছে। নাম - বাংলা কী লিখবেন কেন লিখবেন। বানান শেখার বই হিসেবে ওই বইটা অন্তর্ভুক্ত করা উচিত ছিল। ভারতীয় বাংলা ও বাংলাদেশের বাংলা সামান্য কিছু রকমফের আছে বলে এই বইটা আলোচনায় আনিনি।
যাই হোক, লেখক হতে যাচ্ছেন, বাংলাভাষার প্রথম লেখক ও সম্পাদকের অভিধান ঘাটাঘাটি না করলে কি আর জাতে উঠবেন ? সুতরাং সংগ্রহ করে ফেলুন এটাও।
চলবে......
পর্ব -০১ । পর্ব -০২ । পর্ব -০৩ । পর্ব -০৪ । পর্ব - ০৫ ।
পর্ব -০৬ । পর্ব -০৭ । পর্ব -০৯ ।
নতুন লেখকদের জন্য শুদ্ধ বানান শেখার সিরিজ :
বাংলা বানান শেখার বই
পর্ব -১ । পর্ব -২ ।
পর্ব -০৩ । পর্ব -০৪ । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।