অরুণালোক হাছবেন না!!!!! জোর কইরা হাছামু
১। পুরানো ঢাকার ঘোড়ার গাড়ির প্রচলন সুদূর অতীতের। তো ঘটনাটি ইংরেজ শাসনামলের। ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক বাঙালি কর্মচারী সোয়ারীঘাট থেকে কাজের উদ্দেশ্যে চকবাজার যাবেন। তিনি টাঙাওয়ালা (ঘোড়ার গাড়িওয়ালা) সাথে কথা বলছেন:
যাত্রী: কি চকবাজার যাবে? ভাড়া কত?
টাঙাওয়ালা: হ, যামু না ক্যালা? ভাড়া পুরোপুরি একট্যাকা।
যাত্রী: এত ভাড়া? মাত্র এইটুকু রাস্তা।
টাঙাওয়ালা: হ, আপনে কম পাইলে তারে লইয়া যান।
যাত্রী: না মানে বলছিলাম কি, আট আনা দিলে চলে না?
টাঙাওয়ালা: আবে হালায় কি কন? ইট্টু আস্তে কন। ঘোড়ায় শুনলে ভি হাছবো............
২। পুরানো ঢাকার এক পরিবারের গল্প।
মা ও দুই ছেলের সংসার। তো একদিন ছোট ছেলের সাথে মায়ের ঝগড়া হওয়ার ছোট ছেলে মাকে ইচ্ছে মত গালিগালাজ করায় মা অতিষ্ট হয়ে বড় ছেলের কাছে বিচার নিয়ে গেলেন। এরপর বড় ভাই ছোট ভাইকে ডেকে শাসন করে দিলো। কিন্তু তার শাসনের নমুনাটা এরকম:
আবে ঐ নটির পোলা, তোর এত বড় সাহস, তুই মা'রে গালি দেস? আবে ঐ চুতমারানির পো, তরে আইজ মাইরাই ফালামু.............খান্কির পোলা........
বড় ছেলের গালির তোড়ে মা তখন হাতজোড় করে বললো, বাবা, তোর আর বেছি ছাসনের দরকার নাইক্কা। এইবার ইট্টু থাম...........
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।