জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই
যারা লেখক হতে চান, তাদের জন্য এই সিরিজ। লেখক হতে হলে কোন কোন বইগুলি অবশ্যই পড়া উচিত সেটা মাথায় রেখে এই সিরিজটা লিখছি। কেবল বাংলা বই এই সিরিজের আলোচ্য বিষয়।
সিরিজের এই পর্বে এসে এমন কিছু বইয়ের কথা উল্লেখ করছি, যেগুলো পড়ার চেয়ে সংগ্রহে রাখা বেশি দরকার। লেখার সময়ে এই বইগুলো ব্যবহার করতে হবে।
বইয়ের নাম : সংসদ সমার্থশব্দকোষ
লেখক : অশোক মুখোপাধ্যায়
প্রকাশক : শিশু সাহিত্য সংসদ প্রা. লি.
মূল্য : ৭৫ টাকা (ভারতীয়)
এটাও একটা ভাব-অভিধান। যথাশব্দ প্রকাশিত হওয়ার এই ভাব-অভিধান বের হয়। যথাশব্দ প্রকাশিত হয় ১৯৭৪ সালে এবং এটা প্রকাশিত হয় ১৯৮৭ সালে।
ইতিমধ্যে নিশ্চয়ই বুঝে গেছেন, ইংরেজিতে থিসরাস বলে যেই জিনিসটা আছে এটা তা-ই। একই শব্দের কতগুলো প্রতিশব্দ আছে, সেটা জানার জন্য এই বই।
এডভান্স লেভেলের লেখালেখির জন্য এই ধরনের বই দরকার হয়। বিশেষত যারা কবিতা ও কথাসাহিত্য নিয়ে কাজ করেন, তাদের দারুণ কাজে দেবে এই বই।
এই বইয়ের ভূমিকা থেকে তুলে দিচ্ছি - সমার্থশব্দকোষ একটি ভিন্নধরনের বাংলা অভিধান। সাধারণ অভিধানের সঙ্গে এর চরিত্রগত পার্থক্য আছে। অজানা শব্দের অর্থ জানানো সাধারণ অভিধানের মূল কাজ।
সমার্থশব্দকোষ এর বিপরীত। অর্থ, ভাব বা বিষয়টা জানা আছে, অথচ ঠিক শব্দটি জানা নেই কিংবা মনে আসছে না, তখনই এই জাতীয় অভিধানের সাহায্য দরকার। এই সমার্থ শব্দকোষ বাংলাভাষার থিসরাস। কোন শব্দ, তার প্রতিশব্দ, সেই শব্দের আনুষঙ্গিক, সমশ্রেণীভুক্ত এবং সমবর্গীয় শব্দকে এই অভিধানে একত্র করা হয়েছে। বিপরীত শব্দও থাকছে তার কাছাকাছি।
কিংবা কয়েকটি বিশেষ ক্ষেত্রে, একই সঙ্গে। এই অভিধানের বিন্যাস বর্ণানুক্রমিক নয়, বিষয়ভিত্তিক। অবশ্য, কোন বিশেষ শব্দকে সহজে খুঁজে পাওয়ার জন্য একটি বর্ণানুক্রমিক সূচিও দেওয়া আছে গ্রন্থের দ্বিতীয় অংশে।
যারা কথাসাহিত্য ও কবিতা নিয়ে কাজ করেন তাদের হাতের কাছে একটা ভাব-অভিধান থাকা দরকার। তাই যারা নতুন লেখক বা লেখক হতে চান, অবশ্যই সংগ্রহ করে ফেলুন বইটি।
চলবে......
পর্ব -০১ । পর্ব -০২ । পর্ব -০৩ । পর্ব -০৪ । পর্ব - ০৫ ।
পর্ব -০৭ ।
নতুন লেখকদের জন্য শুদ্ধ বানান শেখার সিরিজ :
বাংলা বানান শেখার বই
পর্ব -১ । পর্ব -২ । পর্ব -০৩ । পর্ব -০৪ ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।