আমাদের কথা খুঁজে নিন

   

"বিকাশ একটা ডাকাইত "

[img|http://ciu.somewherein.net/ciu/image/43898/small/?token_id=c127c081ffdb2cf2a787aad65f6b1a6c বাংলাদেশ এ বিকাশ চালু হওয়ার পর বিশাল সাড়া পায়। বিকাশ এর আইডিয়া টা আমার মাথায় অনেক দিন ধরেই ঘুর পাক খাচ্ছিল। যে এমন একটা ট্রানজেকশন সিস্টেম নিয়ে,তার পর অবশেষে এটি চালু হয়। বিকাশ আসার পর অন্তত এটি আমার কাছে মনে হল যে না আমার মাথায় ও কিছু আইডিয়া আসে । যাই হোক এসব বলে লাভ নেই।

আসল কথায় আসি বিকাশ চালু হওয়ার কিছুদিন পর ই আমি তাতে ফ্রি রেজিস্ট্রেশন করি। প্রথম দিকে ভালোই লাগছিল। আমি এখন বিকাশের একজন নিয়মিত কাস্টমার। কিন্তু গত কিছুদিন যাবত বিকাশ এর এমন অবস্তা দেখে এমন মেজাজ খারাপ হচ্ছে যা আসলে প্রকাশ করার মত না। আমি প্রকাশ ও করলাম না পরিবেশ এর কথা ভেবে।

গত পরশু দিন আমার একান্ট এ টাকা আসার কথা। কিন্তু নেট এর সমস্যার জন্য পরশুদিন এজেন্ট টাকা পাঠাতে পারে নাই। গতকাল সকাল পর্যন্ত সেটা আসে নাই। অবশেষে সেই টাকা আসে সন্ধ্যার দিকে। এদিকে আমার খুব দরকার ক্যাশ করা যত তারাতারি সম্ভব।

সন্ধ্যার দিকে গেলাম এজেন্ট এর কাছে ক্যাশ করার জন্য গিয়ে দেখি ও মা একি অবস্থা বার বার চেষ্টা করার পর ও ওদের সিস্টেম এ ঢুকতে পারলাম না। শুধু তাই না এজেন্ট বলতেছে ক্যাশ আউট হলে অখান থেকে পারসেন্টেঞ্জ কেটে রাখবে। আমার কথা হচ্ছে বিকাশ ১.৮৫ % কেটে রাখার পর ও কেন এজেন্ট বাড়তি টাকা চাচ্ছে? যেহেতু বিপদে পরিছি আমি রাজি হয়ে গেলাম। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওদের স্টুপিড সারভার এর জন্য আমি টাকা ক্যাশ করতে পারলাম না। রাগে দুঃখে ওদের হেল্প লাইন এ ফোন দিলাম হেল্প লাইনেও এক ই অবস্থা।

কল আর ঢুকে না। মন মেজাজ খারাপ করে বাসায় চলে এলাম রাতের ১০ টায়। টাকা কিন্তু মোবাইলেই রয়ে গেল। রাতে বার বার চেষ্টা করলাম হেল্প লাইনে কথা বলে মিজাজ কিছুটা ঠাণ্ডা করার জন্য কিন্তু হায় কল ঢুকে না। অবশেষে রাতের ২ টায় কল ঢুকল আমাকে বলতেছে "এই মুহুরথে আমাদের সবকটি চু'''''না বেস্ত আছে অনুগ্রহ করে অপেক্ষা করুন।

আপনার কল্টি আমাদের কাছে অনেক মুল্লবান" এ ভাবে ৭ মিনিট প্রলাপ বক্ল আমি ধৈর্য ধারন করলাম কারন আমার মিজাজ ঠাণ্ডা করতে হবে। তারপর লাইন গেল কেটে। এখন কেমন লাগে বলুন? সকালে কেম্পাসের উদ্দেশে বের হলাম ভাব্লাম এজেন্ট এর সাথে দেখা করে যাই তখন ও টাকা ক্যাশ করতে পারলাম না ওদের সার্ভার এরর এর জন্য। কেম্পাস থেকে বাসায় ফিরার পথে প্রায় ৫০ বার চেস্টা করার পর ক্যাশ করতে পারলাম । ওদের হিসাব নিয়ে কিছু কথা বলি বিকাশ সার্ভিস চার্জ হিসাবে রাখে ১.৮৫ % ।

এজেন্ট রাখে ২% মোট ৩.৮৫ % আবার শুনলাম কারো কারো কাছে ক্যাশ ইন করার সময় ও একটা এমান্ট কেটে রাখে । এবার আসি এ টি এম বোথ এর কথায় এটিএম বোথ থেকে টাকা উঠালে ২% কেটে রাখে কিন্তু কথা হচ্ছে এটিএম বোথ থেকে ক্যাশ আউট করলেও মোবাইলে সিস্টেম করতে হয়। আর সিস্টেম করতে গেলেই সিস্টেম লস এই হল বিকাশ । বড় কথা হচ্ছে যারা বিকাশ ব্যাবহার করে তার বেশিরভাগ ই স্রমজিবি মানুষ। অনেকটা দিন এনে দিন খায় এমন টাইপ মানুষ।

ওদের টাকা কিভাবে আত্তসাধ করতেছে এই বিকাশ!! তারা তো বাধ্য হয়ে আমাদের প্রযুক্তির কাছে ধরা দিতেছে। প্রতিবাদ করার রাস্তাও জানা নেই ওদের এই ডিজি__টাল যুগে। সিস্টেম করে যদি সার্ভিস না দিতে পেরে মানুষ কে হয়রানি করায় এমন সিস্টেম তো দরকার নেই। তাই স্রম জিবি মানুষ এবং একজন সচেতন দেশের নাগরিক হয়ে আমি আমার সাধ্যমত প্রতিবাদ করলাম এখানে। ভালো অবশ্য এখান এ ঘটনাটা শেয়ার করে গতকালের রাগ একটু প্রশমিত হয়েছে।

ভালো থাকবেন  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।