আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বাসকে বলে ,আবার বিশ্বাসী হতে।।

প্রতিমহুরতে আমি একটু একটু করে হেরে যাচ্ছি জীবনের কাছে, সময়ের কাছে, ভালোবাসার কাছে। বিশ্বাসে গড়া মালাটা হঠাৎ ছিরে, ছড়িয়ে ছিটিয়ে গেছে সারাটা আংগন জুড়ে। পাগলের মত ছুটছি আমি ভালোবাসায় গড়া পুঁতির পিছনে, এদিকে যাই, ওদিকে যাই ভালোবাসা আমার দৌড়ে পালায় । ক্লান্ত নয়নে চেয়ে থাকি শূন্য সুতাটা হাতে লয়ে, এক পাহাড় প্রশ্নের তলে চাপা পরে, ভোবা কান্নায় শুধু অশ্রু যরে। তবুও বাঁচতে ইচ্ছে হয় , ভালোবাসার পেতে চায় হ্রদয়ের প্রতিটা কানায় কানায়। স্বপ্নেরা আবার নতুন করে সপ্ন দেখতে চায়, বিশ্বাসকে বলে ,আবার বিশ্বাসী হতে।।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।