আমাদের কথা খুঁজে নিন

   

কারো বিশ্বাসকে আঘাত না দিয়ে সম্মান করি

ভুত মোর নাম.. আছর দেয়া যার কাম.. ভিবিন্ন ব্লগ ফেসবুক সহ বেশ কিছু যায়গায় দেখছি মুসলমানদের ধর্মীয় অনুভুতির এক চরম স্পর্শকাতর ও ত্যাগের দৃষ্টান্ত কোরবানিকে নিয়ে অপপ্রচার করা হচ্ছে। তাই দু কি বোর্ড না লিখে পারছি না,এখন নাকি ঢাকায় ইয়াং জেনারেশনের কাছে স্মার্টনেসের একাই পথ সেটা হলো নাস্তিকতা। এবং এই পথের অনুশারিরাই ও কিছু চরম হিন্দুত্ববাদি এই অপপ্রচারে আগ্রগামি সেটা বুজা যাচ্ছে, যাই হোক কাজের কথায় আসি- নাস্তকদের ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম নিয়ে মাথা ব্যাথা নেই যার প্রমান হলো হিন্দুমতালম্বি ভারতে প্রতি বছর লক্ষ লক্ষ পাঠা বলি দেয়া হয় ও কিছু অঞ্চলে মানব শিশু পর্যন্ত বলি দেয়া হয়। আমার প্রশ্ন >এতে কি জিব হত্যা হয়না?? যারা এই প্রচারনায় নেমেছেন তারা কি সারা বছর কোণো জীবের মাংস ভক্ষন করেনা?? নাকি তারা তাদের এই পশুপ্রেমের কারনে কেউ কি মাংস ভক্ষন ছেড়ে দিয়েছেন??যদি না দিয়ে থাকেন তাহলে তারা যেটা করছে তা প্রতারনার সামিল বলে মনে করা যায়। এবার আসি কেন ভারতে গো হত্যা মহাপাপ? এ নিয়ে অনেক ভ্রান্ত ধারনা পোষন করে আসছে, সত্য হচ্ছে সেই সময়ের শাসন ব্যাবস্থায় যখন ব্রাহ্মণদের স্বর্গীয় মনে করা হতো উচ্চবংশীয় বা কিছুটা অবতারের ভুমিকায় । সে সময়ের ব্রাহ্মণের সম্মান ছিল এমন যে কোনো বাড়িতে ব্রাহ্মণ গেলে তাকে হালের বড় গরু জবাই করে খাওয়াতে পারলে সম্মান রক্ষা হতো এবং সে সুযোগটি কোনো ব্রাহ্মণ হাত ছাড়া করতেন না বরং প্রয়শই নিতেন এভাবে ব্রাহ্মণদের সংখ্যা বারতে থাকলো আর হালের বলদের সংখ্যা ক্রমশ কমতে থাকলো যার সরাসরি প্রভাব পরলো কৃষি ক্ষেত্রে।আনাবাদি জমি বেরে যাচ্ছিল দেখে তখনকার রাস্টপ্রধান কৃষিকে বাচিয়ে রাখার জন্য আইণ করলো এখন থেকে গো হত্যা করা যাবে না ব্যাস সে থেকেই বন্ধ। মজার ব্যাপার হলো সময়ের বিবর্তনে গো হত্যাএখন পাপ হিসেবে গণ্য হয় কম জ্ঞানি হিন্দুদের মধ্যে ,আর যারা শিক্ষিত তারা প্যান্টের বেল্ট টাইট করে গরুর মাংস খায় । তাই যদি হয় তাহলে কেন এই অপপ্রচার ?আসুন সবাই ভুত থেকে মানুষ হই-- কারো বিশ্বাসকে আঘাত না দিয়ে সম্মান করি----

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.