আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীদের বিক্ষোভ

আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলতে চাই বুধবার রাত সাড়ে দশটায় প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের ছাত্রীরা হলের মেইন গেইট বন্ধ করে দিয়ে হল টিউটর লোপা আহমেদের অপসারনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে। এসময় লোপা আহমেদের অপসারন, হলের আবাসিক ছাত্রীদের ভয়-ভীতি প্রদর্শনসহ মানসিক টর্চারের জন্য উপযুক্ত শাস্তি দাবী করে শ্লোগান দেয়া হয়। ঘন্টা ব্যাপি এ বিক্ষোভে প্রায় সকল ছাত্রীর গণজমায়েতে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। নাম প্রকাশ না করার শর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৈত্রী হলের এক আবাসিক ছাত্রী জানান, সপ্তাহ খানেক আগের ঘটনার জের ধরে এ ঘটনার সূত্রপাত ঘটে। কয়েকদিন আগে আনুমানিক সন্ধ্যা ছয়টার দিকে হল টিউটর লোপা আহমেদ হলটির দ্বিতীয় তলার ২২০ নম্বর রূমের ছাত্রীদের জরুরি তলব করেন।

ঐসময় রুমে কেউ না থাকায় হল টিউটরের সঙ্গে কারো সাক্ষাত করা সম্ভব হয়নি। পরবর্তিতে হলের ঐ রুমের আবাসিক ছাত্রীরা হল টিউটরের সঙ্গে সাক্ষাত করলে ম্যাডাম তাদের অকথ্য ভাষায় গালাগাল করেন। এরপর ছাত্রীরা হলটিউটরের বরাবরে ক্ষমা প্রার্থনা করে একটি আবেদন পত্র জমা দেন। কিন্তু হলটিউটর এরপর ২২০ নম্বর রূমে এসে আবার অশালীন ভাষায় গালীগালাজ করেন। শুধু তাই নয় কয়েকজনকে বিভিন্ন রূমে সিফ্ট করে দেন এবং সিট বাতিল করার হুমকি দেন।

এই খবর হলের ছাত্রীদের মধ্যে ছড়িয়ে পরলে সবাই একত্রিত হয়ে হলের সামনে অবস্থান নিয়ে হল টিউটরের অপসারন দাবী করেন। বিক্ষোভকারী ছাত্রীদের অভিযোগ, প্রায় সবসময় সামান্য কারণে হলটিউটর লোপা তাদের আশ্রাব্য ভাষায় গালীগালাজ করেন এবং বিনা কারনে মাঝে-মধ্যেই রুম পরিবর্তন করে দেন, শুধু তাই নয় হলের ছিট কেটে দেয়ার হুমকিও দেন। ছাত্রীরা হলটিউটর লোপা আহমেদের অপসারন দাবী করেন এবং উপযুক্ত শাস্তির দাবী জানান। এব্যাপারে লোপা আহমেদের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.