জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই
যারা লেখক হতে চান, তাদের জন্য এই সিরিজ। লেখক হতে হলে কোন কোন বইগুলি অবশ্যই পড়া উচিত সেটা মাথায় রেখে এই সিরিজটা লিখছি। কেবল বাংলা বই এই সিরিজের আলোচ্য বিষয়। বাংলা ভাষায় নতুন লেখকদের জন্য খুব বেশি বই নেই। তবে ইংরেজিতে প্রচুর বই আছে।
ইংরেজি বই নিয়ে আলাদা আলোচনা করা যেতে পারে।
বইয়ের নাম : গল্প লেখার কারুকলা
লেখক : শহীদ আখন্দ
প্রকাশক : বইপত্র
মূল্য : ১৫০ টাকা
নামই বলে দিচ্ছে, এটা একটা গল্প লেখার ম্যানুয়াল। আসলেই তাই।
ভূমিকাতে লেখক বলে দিয়েছেন, এই বইটি বিভিন্ন ইংরেজি বইয়ের সাহায্য নিয়ে লেখা হয়েছে। কিন্তু আমার মনে হয়েছে, বইটা ইংরেজি বইগুলোর মতো অতটা টু-দ্যা-পয়েন্ট নয়।
একটু গল্প বলার ঢংয়ে লেখক বইটা লিখেছেন।
কয়েকটা অধ্যায় নতুন লেখকদের খুব সহায়তা করবে। যেমন : কেমন করে লিখবেন, লেখার বিষয়, গল্প উপন্যাসের কাঠামো এবং একটি উপন্যাস লেখার কাহিনী।
বইটার সঙ্গে মুফতে তিনটি বিখ্যাত গল্পও পেয়ে যাবেন - রবীন্দ্রনাথ ঠাকুরের হৈমন্তী, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাগৈতিহাসিক এবং লিও টলস্টয়ের ক্রয়ৎসার সোনাতা। এই গল্পগুলোর কাঠামো বিশ্লেষণ করে বিস্তারিত আলোচনা আছে।
এই আলোচনাগুলো মূল্যবান।
বইটি নতুন লেখকদের অনেক সাহায্য করবে বলে আমার বিশ্বাস।
চলবে......
পর্ব -০১ । পর্ব -০৩ ।
নতুন লেখকদের জন্য শুদ্ধ বানান শেখার সিরিজ :
বাংলা বানান শেখার বই
পর্ব -১ ।
পর্ব -২ । পর্ব -০৩ । পর্ব -০৪ ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।