আমাদের কথা খুঁজে নিন

   

।।সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই।।

সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই!!দুনিয়ার মজদুর এক হও,হাতে হাতে অস্ত্র তুলে লও। রাজাকার ও মীরজাফর মুক্ত বাংলা চাই,সব মানুষের সমান অধিকার চাই। । চারিদিকে চলছে আজ মিছে আধিপত্যের লড়াই ধনীরা আর বিশ্বাস করে না গরিবরা তাদের ভাই। ধনী-গরিব সব মানুষই এক বিধাতার তৈরী তবে কেন কারো চোখে স্বপ্ন,কারো চোখে বারি? সব মানুষই এক আদম-হাওয়ার সন্তান তবে কেন কেউ হিন্দু,কেউ মুসলমান? পৃথিবীর সব মানুষেরই আছে চোখ-মুখ,বুক,মাথা,পা,হাত তবে কেন কেউ খায় পোলাও-মাংস,কেউ পাই না নুন-ভাত? সব শাস্ত্রই বলে:সব মানুষ সমান তবে কেন মানুষে মানুষে এত ব্যবধান? কেউ কালো,কেউ সাদা,তবু সবার রক্ত লাল কবে ভাঙবে মিছে আধিপত্যের বেড়াজাল? মুহাম্মদ(সা)যীশু,শ্রী কৃষ্ণ,গৌতম বুদ্ধ সবাই শ্রদ্ধার পাত্র তবে কেন মানুষের মাঝে এত জাত-পাত,বংশ-গোত্র? কবে আসবে এমন এক দিন!! সব মানুষ বাজাবে মানবতার বীণ।

কবে মানুষ বুঝবে সবাই সবার স্বজন? কবে তৈরী হবে মানুষ মানুষে মিলন-বন্ধন? ‌জন্ম নিলে মরত হবে: এটাই বিধির বিধান: এ কথা বলছে:গীতা,বাইবেল,ত্রিপিটক,কুরান সব বিভাজন ভুলে এসো গাই মানবতার গান। মানবপ্রেমে উদ্ভাসিত হোক সবার মনো-প্রাণ। এসো আজ ভুলে যায় সব মিছে আধিপত্যের বড়াই এসো আজ বলি:‌‍‌‌সবার উপরে মানুষ সত্য,তার উপরে নাই। । ।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.