ভাদা এমন এক জাতীয় সাপ যাদের এক মুখ দিয়ে ইন্ডিয়া আর অন্য মুখ দিয়ে ভারত বের হয়। ইন্ডিয়া অথবা ভারত যাই হোক আমার মাথা ব্যথা তা না, মাথা ব্যথা তাদের মধ্যে চুলকানি নামক এক প্রকার ব্যাধি নিয়ে যে ব্যাধি পাগলা মলম ও সারাতে পারবে না। মাথা ব্যথার উদ্রেককারী আরও একটা উপাদান হলো তাদের সীমাহীন মামা বাড়ির আবদার। কোনো একটা আবদার যে ফেলে দেয়া হয় তা না, তবুও চুলকানির অস্থিরতায় সেই আবদার রক্ষাকারী মামাই নাকি তার শত্রু...!!! সে দেশ সম্প্রতি ফলাও করে তাই প্রচার করছে।
ভারতের শীর্ষস্থানীয় একটি ম্যাগাজিন আউটলুকের সেপ্টেম্বর, ২০১২ সংখ্যার কাভার ফটো।
এখানে দেখুন
এটা দেখেই আমার তাদের করা কিছু মামা বাড়ির আবদার সাথে সাথে কিছু চুলকানি নিয়ে লিখতে ইচ্ছে হলো...
█ মামাবাড়ির আবদার ১...
ভারতের সেভেন সিস্টার (সাতটি রাজ্য) এর মধ্যে আসাম একটি যা বাংলাদেশ নামক বস্তু খামচে ধরে আছে।
ট্রানজিটের মাধ্যমে তারা বাংলাদেশকে ব্যবহার করে যে সুবিধাগুলোঃ
-বৈধ-অবৈধ সকল পণ্য অবাধে কম খরচে বাংলাদেশে স্থানান্তর করা।
-অপেক্ষাকৃত সহজ এবং কম ব্যয়ে এই রাজ্য গূলোর সাথে যোগাযোগ রাখা ।
-আসামের গ্যাস ও খনিজ সম্পদ সহজে মূল ভূখন্ডে নিয়ে আসা ।
█ মামাবাড়ির আবদার ২...
কলকাতা বন্দরের কাছে হুগলি নদীতে জমা পলি ধুয়ে পরিষ্কার করার জন্য ফারাক্কা বাঁধ তৈরি করা হয়।
ফারাক্কা সুপার তাপবিদ্যুৎ কেন্দ্রের জল এই বাঁধ থেকেই সরবরাহ করা হয়। বিনিময়ে এদেশের অপরিসীম কৃষি ক্ষতি আর বন্যার পানি উপভোগ করা লাগছে।
█ মামাবাড়ির আবদার ৩...
হাজার হাজার কোটি টাকা খরচ করে পুরো দেশ ভারতীয় চ্যানেলের সাংস্কৃতিক উপনিবেশ, ভারতীয় চ্যানেল বিজ্ঞাপনের মাধ্যমে এদেশে ফ্রী ফ্রী ভোক্তাও তৈরি করছে।
█ মামাবাড়ির আবদার ৪...
পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশী গরু পালিত হয় ভারতে। পশ্চিমবংগ এবং কেরালা ছাড়া ভারতের অন্য সব রাজ্যে গরু জবাই করা নিষিদ্ধ।
ফলে বিপূল পরিমান গরু থেকে যায় স্বাভাবিক মৃত্যুর অপেক্ষায়। ভারত থেকে সরকারীভাবে গরু রফতানী করাও নিষিদ্ধ তবুও তা একটা বড় ব্যবসা। বছরে ১৫ থেকে ২০ লক্ষ গরু (৪০০০ কোটি টাকা) চোরাচালানের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে আসে। এই গরুর চামড়াই আবার চোরাচালান হয়ে ফিরে যায় ভারতে। যা তাদের অরথনীতির একটা বিশাল অংশ।
█ মামাবাড়ির আবদার ৫...
সাহারা-ভারতী এয়ারটেল এর মত অসংখ্য কোম্পানী এ দেশের ব্যবসা জগতের দখল অতি সহজে নিতে পারে, আর বাংলাদেশিদের জন্য আছে ততই কঠিন সব বাধা।
█ মামাবাড়ির আবদার ৬...
সুন্দরবনের অপেক্ষাকৃত ভাল অংশ তাদের দখলে নিয়ে নেয়া এবং বাংলাদেশকে অপেক্ষাকৃত খারাপ জায়গা দেয়া।
█ মামাবাড়ির আবদার ৭...
বাংলাদেশের সরকারের দুর্বলতগুলোকে কাজে লাগিয়ে স্বাধীনতা উত্তরকাল থেকেই তারা বাংলাদেশে বিভিন্ন ধরনের মানবাধিকারবিরোধী,অনৈতিক কার্যকলাপ দমিয়ে রাখার ষড়যন্ত্রে লিপ্ত আছে। স্বাধীনতা যুদ্ধে তারা বাংলাদেশকে সহযোগীতা করেছে সেটা ভাল কিন্তু সেটা এখন সম্পুর্ন বিপরীত ধারায় চলে গেছে।
█ চুলকানি ১...
উপনিবেশী কায়দায় ভারত আসাম রাজ্য শোষণ করছে , তাই তারা ভারত থেকে পৃথক হওয়ার জন্য ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে গেরিলা যুদ্ধে লিপ্ত যেমনি ভাবে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা পাক সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিল।
এখন তাদের ধারণা বাংলাদেশ আসামকে সহায়তা দিচ্ছে। আরে ভাই যে দেশ নিজের চুলকানিই সামাল দিতে পারছে না, সে অন্যের চুলকানির উদ্রেক করতে যাবে কোন দুঃখে??
█ চুলকানি ২...
বাংলাদেশ সম্ভাবনাময় দেশ। বিভিন্ন ক্ষেত্রে এই ছোট্ট দেশ অভাবনীয় সাফল্য পাচ্ছে যা অন্য যে কোন বিশাল অন্তসারশুন্য দেশের চুলকানির অন্যতম কারণ।
█ চুলকানি ৩...
একজনের সফলতা অন্য কারো বিফলতার কারণ। আমাদের ভাগ্নেদের প্রধান একটা অহংকার ক্রিকেট, যদিও তারা ক্রিকেটার বলতে শুধু ব্যাটসম্যানই বোঝে।
এখানে চুলকানির ব্যাপার এই যে তাদের ১২০ কোটি মানুষ থেকে বাছাই করা ১১ জন ক্রিকেটার মাত্র ২০ কোটি মানুষ থেকে আসা ১১ জন ক্রিকেটার এর কারণে বড় বড় আসর থেকে ছিটকে পড়ে।
█ চুলকানি ৪...
এদেশে কোন রাজনৈতিক দল ক্ষমতায় থাকবে না থাকবে তা নিয়েও প্রতিবেশী দেশটির চুলকানির সীমা নাই। আরে ভাইগ্নারা সবার লগে ভালো সম্পর্ক রাখ না। তাতেই তো সুবিধা বেশী কারণ এই দেশে পালাক্রমে এক দল এর পর আরেক দল ক্ষমতায় আসা এক রকম রীতি। কিন্তু কে শুনে কার কথা? আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে আভ্যন্তরীণ কোন্দল লাগাতেই ব্যস্ত তারা।
তার প্রমাণ ভারতের শীর্ষস্থানীয় ও প্রাচীন একটি পত্রিকার লিঙ্ক
█ চুলকানি ৫...
বাংলাদেশ থেকে সীমান্ত অতিক্রম করে মানুষ অবৈধভাবে সে দেশে যায়, যা তাদের চুলকানির উদ্রেক করে। এর একটা প্রধান কারণ সীমান্ত ভাগের পর অনেক পরিবারের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যারা এই উপায়ে নিকট আত্মীয়দের সাথে যোগাযোগ রাখে, ফিলানী হত্যা এমনি একটা ঘটনার পরিক্রমা। আরেকটা কারণ তাদের গরু গুলোর যথাযথ ব্যবহার। তবে তারা তো ধোয়া তুলসী পাতা জাতি না। দুবাই তে ভিক্ষা করতে তারাই যায়...
লিংক
█ চুলকানি ৬...
বাংলাদেশ ভারতীয় সীমান্ত-হত্যার প্রতিবাদ জানাতে ওই দেশের সরকারী ওয়েবসাইটগুলোয় হামলা চালায়।
ভারত ও পাল্টা হামলা চালায়। আনুষ্ঠানিকভাবে হ্যাক হওয়া ওয়েবসাইটের কোনো তালিকা প্রকাশ না করায় এই সাইবার-যুদ্ধের ফলাফল নিশ্চিত করে বলা যায় না। তবে বিভিন্ন সংবাদ-মাধ্যমে প্রকাশিত খবরের প্রেক্ষিতে বাংলাদেশী হ্যাক হওয়া ওয়েবসাইটের তুলনায় অধিক সংখ্যক ভারতীয় ওয়েবসাইট হ্যাক হবার তথ্য পাওয়া যায়। (১৩ ফেব্রুয়ারি দৈনিক প্রথম আলোয় প্রকাশিত সংবাদে বাংলাদেশী কর্তৃক হ্যাক করা ভারতীয় ওয়েবসাইটের সংখ্যা বলা হয় প্রায় ১০,০০০, অপরদিকে ভারতীয় হ্যাকাররা ৩০০ ওয়েবসাইট হ্যাক করেছে বলে জানায়। ) তবে এই সংখ্যাটা আনুষ্ঠানিকভাবে কোনো এক পক্ষের জয় ঘোষণার জন্য যথেষ্ট কিনা, তা বিবেচনাসাপেক্ষ।
তবে যেহেতু এই হ্যাকিংয়ের মাধ্যমে মূলত ভারতীয় সীমান্ত-হত্যার প্রতিবাদ করা হয়, এই প্রতিবাদ গণমাধ্যমে ফলাও করে প্রকাশ হয় বলে এই উদ্দেশ্য সফল হয়েছে বাংলাদেশের।
লিংক
█ চুড়ান্ত চুলকানি...
আরো অনেক প্রকার চুলকানির অবতারনা করতে চাইছিলাম, কিন্তু কি লাভ এতো সেতো বলে যেখানে চুড়ান্ত চুলকানিই স্পষ্ট? এই অসহ্য চুলকানি বাতিক এর মূল কারণ ও প্রতিকার হলো মামা বাড়ির দখল নেয়া।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।