আমাদের কথা খুঁজে নিন

   

রাজনীতিবিদরা বমি বা মাথা ব্যথা হলেও সিঙ্গাপুর, ব্যাংকক যাচ্ছেন!!!

আমি আগে দেখতাম বাংলাদেশের কথিত বড় দুই রাজনৈতিক দলের নেতারা একটু আধটু অসুস্থ হলেই বা কোন কিছু নিয়ে বেকায়দায় পড়লেই উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক, সিঙ্গাপুর জান। সেটা নিয়ে মনে কোন প্রশ্ন জাগত না, ভাবতাম-টাকা আছে যায়...! কিন্তু আজকাল দেশের কুখ্যাত বিখ্যাত সব লেভেলের রাজনীতিবিদরাই বমি বা মাথা ব্যথা হলেও সিঙ্গাপুর, ব্যাংকক যাচ্ছেন!!! এখন মনে কেন জানি কিছু প্রশ্ন জাগছে!!! ভাই দেউ যদি উত্তর জানেন প্লিজ শেয়ার করুনঃ প্রশ্নঃ ০১। দেশের কী তবে ভাল চিকিৎসার সুযোগ নাই? প্রশ্নঃ ০২। যদি দেশে ভাল চিকিৎসার সুযোগ থেকে থাকে তার পরও কেন তারা দেশের টাকা খরচ করে বিদেশ যাচ্ছেন !! তাহলে কি এর পেছনে অন্য কোন উদ্দেশ্য থাকে? প্রশ্নঃ ০৩। আর যদি ভাল চিকিৎসার সুযোগ না থেকে থাকে তাহলে প্রতি বছর বাজেটে চিকিৎসা খাতে যে বরাদ্দ থাকে টা যায় কোথায়?? প্রশ্নঃ ০৪। স্বাস্থ্য মন্ত্রণালয় কী করে? প্রশ্নঃ ০৫। স্বাস্থ্য উপদেষ্টার কাজ কী তবে “ দলীয় ফান্ডের স্বাস্থ্য” ঠিক রাখা?? আমাদের মাননীয় প্রধান মন্ত্রী ক্ষমতায় না থাকা কালীন সময়ে শুনেছি বেশ কয়েক বার “কানের” চিকিৎসা করাতে দেশের বাইরে গেছেন। কই! এখন ক্ষমতায় আসার পর তো আর জান না!!! এটাই কী প্রমান করে না যে দেশের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে!!! প্রশ্নঃ ০৬। যারা অনেক টাকার মালিক হন তারাই রাজনীতি করেন? নাকি প্রশ্নঃ ০৭। যারা রাজনীতি করেন তারা অনেক টাকার মালিক হন?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.