জল কে চললো কার ঝিয়ারী আমাদের দেশের মানুষ সুখীদের তালিকায় ১১ নম্বরে আছে যেখানে ইউএসএ এর অবস্থান ১০৫ নাম্বারে, কারন নিয়ে কথা বলে বুঝলাম, অধিকাংশের মতামত হল আমরা নাকি খুব ই ধার্মিক। হুম ম ম... আমরা সত্যিই খুব ধার্মিক! আর কারো কাছেনা, সৃষ্টিকর্তার কাছেই আমরা আমাদের ভালোর জন্য অনেক অনেক টাকা পয়সা চাই, আর সৃষ্টিকর্তা যদি আমাদের ভালোর কথা চিন্তা করে টাকা পয়সা কমও দেন, তখন আমরা নিজ দায়িত্বেই ঘুষ খেয়ে হোক, চুরি করে হোক অনেক অনেক টাকা পয়সা অর্জন করে ফেলি এবং সব শেষে সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাই, দান খয়রাত করি, হজ করি। বলি সৃষ্টিকর্তার পথে টাকা পয়সা খরচ করবনাতো, করব কোথায়? এসবতো তারই দান । http://www.facebook.com/mohiuddin.kawsar.1
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।