ভিন্ন মতাদর্শ নিয়ে আর যাই হউক এই দেশের কাঠালপাতা খাদকদের কিছু বুঝানোর চেষ্টা করা ভুলেও উচিত নাহ!!! CNN এর সাথে আমাদের প্রধানমন্ত্রীর যে সাক্ষাতকারটি আজকে দেখলাম সেটি দেখে আমরা অনেকেই হাততালি দিয়েছি বাহ বাহ দিয়েছি প্রধানমন্ত্রীকে বাঁশ দেয়ার জন্য। কিন্তু একবারও আমি নিজেও ভেবে দেখি নাই এই অপমান কি পুরো জাতির না??? আমরাই তো এদের নির্বাচিত করেছি। যার খেসাতর দিতে হচ্ছে রক্ত দিয়ে। আমাদের প্রধানমন্ত্রীর উচিত ছিল সারা বিশ্বকে ব্যাপারটা ক্লিয়ার করা। তা না করে উনি ভেবেছেন যে দেশের মানুষদের যেভাবে আবুল তাবুল বলে দমিয়ে রাখা যায় সেভাবে ঐ সাদা চামড়ার প্রাণী গুলোকেও দমিয়ে রাখা যাবে।
আমাদের প্রধানমন্ত্রী যে ভুল ছিলেন তার প্রমান আমরা ইতিমধ্যেই পেয়েছি। যদিও তিনি নিজের ভুল স্বীকার করেছে, সাভারের দায়ভার নিজের কাধে নিয়েছেন। এই জন্য উনাকে ধন্যবাদ জানাই।
আমাদের প্রধানমন্ত্রীর উচিত ছিল এই ব্যাপারে জোর গলায় কিছু বলা, কিন্তু তিনি পারেন নি। এটি আমাদের সবার ব্যর্থতা।
"মার্কিন যুক্তরাষ্ট্রে একটি শার্ট তৈরিতে মোট খরচ হয় ১৩ দশমিক ২২ মার্কিন ডলার (১ হাজার ৩০ টাকার মতো), অন্যদিকে বাংলাদেশে একটি জিন্সের শার্ট প্রস্তুতে মোট খরচ হয় ৩ দশমিক ৭২ মার্কিন ডলার (২৯০ টাকা)।
যুক্তরাষ্ট্রে একটি জিন্সের শার্ট প্রস্তুতে ইন্ডাস্ট্রিয়াল লন্ড্রি খরচ হয় দশমিক ৭৫ মার্কিন ডলার, অন্য দিকে বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়াল খরচ হয় দশমিক ২০ মার্কিন ডলার।
আর একটি জিন্সের শার্ট তৈরিতে যারা সকাল-সন্ধ্যা মাথার ঘাম পায়ে ফেলে কাজ করেন সেই শ্রমিকদের পাওনা যুক্তরাষ্ট্রে দেওয়া হয় ৭ দশমিক ৪৭ মার্কিন ডলার (৫৮৩ টাকা), অন্য দিকে বাংলাদেশের ভাগ্যাহত শ্রমিকদের রক্তচুষে পুঁজিপতি শোষকরা দশমিক ২২ মার্কিন ডলার (১৭ টাকা) নামে মাত্র মজুরি দেন। "
উপরের পরিসংখ্যানটি দেখু্ন, কি ভাবছেন??? পুরো পরিসংখ্যানটি দেখে আসুন এখান থেকে
পরিসংখ্যানটি দেখে আমার নিজের উপরই থুতু দিতে ইচ্ছে হচ্ছে। পশ্চিমারা লেবারদের অধিকার অধিকার করে মুখে ফেনা তুললেও যেই লাউ সেই কদু।
তাদের নিজের লাভ কিন্তু সব সময়ই আগে আগে দেখে।
তারা কিছু বলার আগে চিন্তা করে দেশের কথা, দেশের মানুষের কথা।
আর আমরা??? একটু নিজেরাই চিন্তা করে দেখুন না???
পশ্চিমারা যদি আমাদের গার্মেন্টস শিল্প থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে সেই বাজার কে ধরবে??? নিশ্চয়ই আমাদের বন্ধপ্রতিম (!) দেশ ভারত। ফলশ্রুতিতে যা হবার তাই হবে। এক চেটিয়া ব্যবসা কেবল ভারতই করবে।
বাঁশ খাবো আমরাই।
পশ্চিমারা সরকারকে আর মালিক পক্ষকে একতরফাভাবে দোষারোপ করে যাচ্ছে, তারা কি একবারও নিজের দোষ চিন্তা করে দেখেছে??? কারণ
কম দামে কাপড় কেনার জন্য বাংলাদেশে আসে সাদা চামড়ার প্রাণীরা। প্রতি পিসে ১ টাকা বাড়ানোর জন্য বায়ারদের সাথে মালিকদের দর কষাকষি করা লাগে আবার তারাই শ্রমিক অধিকার রক্ষা না হলে আমাদের ঘারের উপরই দোষ চাপায়। দেখুন অবস্থা
আমাদের ভিতরেই আছে মিরজাফর, যারা দেশের কথা চিন্তা করার আগে চিন্তা করে নিজের লাভ, তাও না পারলে পা চাটবে দুই দলের।
সব কিছুতেই এই দুই দল না আনলে হয়না? আগে তো দেশ বাঁচতে হবে, মানুষ বাঁচতে হবে তারপর না রাজনীতি।
এখনও সময় আছে, নিজের ভালো তো সবাই বোঝে, এমনকি পাগলও। শুধু বুঝিনা আমরা! আফসুস ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।