প্রদীপ হালদার,জাতিস্মর। তুমি কি পারো না আমার মুখে অন্ন তুলে দিতে যেমন করে অন্ন দিতে ছোট্ট শিশুর ছোট্ট মুখে। তুমি কি পারো না আমার চোখে কাজল পড়িয়ে দিতে যেমন করে কাজল দিতে ছোট্ট শিশুর দুটি চোখে। তুমি কি পারো না আমায় নতুন সাজে সাজিয়ে দিতে যেমন করে সাজিয়ে তোলো শিশুটাকে নিজের হাতে। তুমি কি পারো না আমার চোখে মুছিয়ে দিতে জল যেমন করে মুছিয়ে দিতে শিশুর চোখের জল। তুমি কি পারো না রাজকন্যার গল্প বলে যেতে শিশু যেমন ঘুমিয়ে পড়ে তোমার গল্প শুনে। তুমি কি পারো না আমার মুখে কথা তুলে দিতে যেমন করে ছোট্ট শিশু শেখে কথা বলতে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।