[img|http://ciu.somewherein.net/ciu/image/15891/small/?token_id=3f1fc0498cf2e31fc202150aa9de6d7a ঝড়ো ঝড়ো বৃষ্টি অঝোর ধারায় সর্বাঙ্গ ভিজিয়ে দিল মাথা, হাত, পা, সব সব, কিন্তু ভেজাতে পারলনা মন যেটা শুধু তুমিই পারো, অল্পতেই। 01:00 pm, 28-07-12 আমি কোন কবি নই, কবিতা লিখা অনেক সাধনার ব্যাপার। বাংলায় আমি দুর্বল, কবিতা লিখার মত দুঃসাহস করিনা, তবুও মনের কথা গুল একটা সুতই গাঁথা হয়ে যায়। আমার এক Teacher বলেছিল, “তুমি কবিতা পড়”? উত্তরে বলেছিলাম, “আমি বুঝিনা,” উনি আমাকে বলেছিল কবিতায় বুঝার কিছু নাই, শুধু পড়বে দেখবে ভাল লাগবে। আসলে সত্যি, কবিতা বুঝতে হয়না পড়লে ভাল লাগে তাই সব সময় পড়ি। হয়ত আমাদের অবচেতন মনের সাথে কবিতার একটা সুত্র আছে, কেননা সবগুলো ধর্মগ্রন্থ actually কাব্যগ্রন্থ, খুবসুন্দর একটা ছন্দ আছে সবগুলোতেই, তাই সবাই না বুঝলেও পড়তে ভাল লাগে, মুগ্ধ হয়ে শুনে, অদ্ভুত এক ব্যাপার এই কবিতা। বিঃদ্রঃ এইটি আমার প্রথম লিখা ব্লক, ভুল হলে ক্ষমার দৃষ্টিতে নিবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।