আমাদের কথা খুঁজে নিন

   

শ্রেষ্ট পৃরুষ্কার

এই নীরঘুম পৃথিবীতে আজ আমি বড় একা নেই চাঁদ নেই সূর্য তাই আধারের মাঝে আমি একান্ত জীবন ধারা :- DCC কলেজের ২য় বষের ছা্ত্র ফারহান । (বাবা) আনোয়ার সাহেব একটি Pvt Company তে কেরানীর চাকোরী করেন । এবং(মা) ফাতেমা বেগম সারাদিন সংসার আর ছেলে মেয়েদের নিয়ে ঘরে ব্যেস্ত থাকেন । (বড় বোন) ফারা অনাশ পাশ করে একটি Pvt Company তে রীছিবশন প্রদোবীতে চাকোরী করছেন । ছোট বোন মোনা আগামী বছর S.S.C Exzm দিবে ।

সব কিছু মিলিয়ে নীন্ম মধ্যবিত্ত একটি পরিবার তাদের নীন্ম মধ্যবিত্ত পরিবারে মাঝে মাঝে সুখের সন্ধান মিললেও তাতে কোন পূনতা থাকে না । কারন অভাব তাদের বিলাসি্ত্যার মাযে দেয়াল হয়ে দারায় মূল গল্প :- সহপাঠীদের চাকচিক্য আভিযাত্যের মোহ কাটিয়ে উঠতে পারে না ফারহান । বিলাসিতার মোহে গ্রাস করে নেয় তাকে । নিযের বিলাসি জীবন যাপনের জন্য ফারহান নানা ভাবে তার পরিবারের ওপর চাপ প্রয়োগ করতে থাকে । নিন্মমধ্যবিত্য পরিবারের প্রয়োযন মেটাতে যেখানে বেতনের সামান্য টাকাও অবশিষ্ট থাকে না সেখানে ছেলের এই বারতি আবদার পূরন করা, তাদের কাছে বিলাসিতা ছারা আর কিছু মনে হয় না।

না চাওয়া শর্তেও ছেলের যেদ এবং বারতি আবদার পূরন করতে অবোশেষে আনোয়ার সাহেব কে র্দুনীতির আশ্যয় নিতে হয়। পাপ কখোনো তার বাব কেও ছারে না। তাই আনোয়ার সাহেব ও তার পরিবার কে র্দুনীতির সায্যা পেতে হল র্নিন্মম ভাবে । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.