আমি ইউ এ ঈ এর একটি ছোট্ট এস্টেট আল আইনে থাকি। মরুভূমির প্রান্তে আমার বসবাস। রোদের আলোতে মরুর বালুগুলো চিক চিক করে। জুন,জুলাইতে গরমের তীব্রতা অনেক বেশী থাকে। ঘর থেকে বের হলে মনে হয় যেন তাপে শরীর জ্বলে যাবে।
জীবন জীবিকার তাগিদে সুদূর নিজ দেশ ও গৃহ ছেড়ে ম আজ সকালে একটা মিসকল এল বাংলাদেশ থেকে কল ব্যাক করলাম ্ওপ্রান্ত থেকে বলল আমাদের সেক্রেটারী সাহেব ইন্তেকাল করছেন আজ ভোররাতে তাহাজ্জুদ পড়তে উঠার পর অসুস্থ্ বোধ করছেন তারপর ্ওনাকে শুইয়ে দেয়া হয়েছে মুখে আল্লাহ আল্লাহ জিকির করতে করতে প্রাণ চলে গেল।
কথাটা শুনে স্তব্ধ হয়ে গেলাম। বর্জ্র পতনের মত ভেতরটা যেন দুমড়ে মুষড়ে গেল। শ্রদ্ধাভাজন আর প্রিয় ব্যক্তি ছিলেন। দ্বীন আর উলামাদের প্রতি তার ছিল অকৃত্রিম অনুরাগ আর শ্রদ্ধাবোধ।
বয়স তাকে এতটুকু টলাতে পারেনি নিয়মিত দৈনন্দিন আমাল থেকে। সার্বক্ষনিক মসজিদ মাদরাসার আঙ্গিনায় বিরাজ করতেন। ছোট্ট বাচ্চারা তাতে নানা দাদু ডাকতো। আর তিনি্ও অকৃত্রিম স্নেহাশীষে আপ্লুত রাখতেন শিশুদের তনু-মন।
দ্বীন ও কল্যাণময় কাজে অগ্রগামী ছিলেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।