আমাদের কথা খুঁজে নিন

   

আমরা হুজুগে বাঙ্গালী, আমরা যা বুঝব বা আমাদেরকে যা বোঝানো হবে আমরা তাই করবো ।

নিপুণ লেখনীর শানিত গর্জন / লিখব আজ নিপুণ কথন ৩০০ বছরের পুরাতন বৌদ্ধমন্দির । যে ধর্মেরই হোক, যদি ধর্মীয় দৃষ্টি থেকে না দেখে দেশের একটি অন্যতম প্রাচীন স্থাপনা হিসেবে দেখি, তাহলেও স্থানটির গুরুত্ব অসীম । আমরা ওই স্থানটিকে ঘিরে গড়ে তুলতে পারতাম একটি পর্যটন কেন্দ্র । পাশেই বিশ্বের সেরা সমুদ্রসৈকত, সাথে এমন সুন্দর প্রাকৃতিক পরিবেশ... চাইলেই আমরা এই সৌন্দর্যকে কাজে লাগিয়ে একটি সুন্দর পর্যটন কেন্দ্র স্থাপন করতে পারতাম, পারতাম কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন করতে । এটা আমাদের কথা নয়, দেশের তথাকথিত কিছু আবালশ্রেণীর লোকের কথা, যারা দেশকে বদলাতে চায় ।

কিন্তু আমরা তা করলাম না । তাহলে কি করলাম? আমরা ওখানকার কোন এক বৌদ্ধ ছেলের ফেসবুক ওয়ালে অন্যের ট্যাগকৃত ছবি, যা কিনা আমাদের মতে নবীজির অবমাননাকর- তার জন্য ওরকম আরও প্রায় ১৫ টির মতো মন্দির পুড়িয়ে দিলাম । অহিংস মতাদর্শের প্রচারক বুদ্ধদেবের মূর্তি ভেঙে দিলাম । শুধু তাই না, হিন্দুরা কি করেছে তা দেখার দরকার নেই- হিন্দুদের প্রতিমাও ভেঙে দিলাম । আমরা যা করেছি একদম ঠিক করেছি এবং সামনেও করতে থাকবো ।

কারণ আমরা জানি, এসবের কোন বিচার হয়না । হবে না কোনদিন । কিছুদিন এই নিয়ে পত্রিকায় লেখালেখি হবে, টিভি চ্যানেলগুলোতে দেশের জ্ঞানী-গুণী মানুষেরা চোখে পাওয়ারফুল চশমা এঁটে কিছু বক্তব্য দেবেন, নিন্দা জ্ঞাপন করবেন- তারপর আবার সব ঠাণ্ডা হয়ে যাবে । তারপর আমরা আবার কিছুদিন পর পূর্ণ উদ্যমে ভাংচুর চালাবো, পুরাবো । আমরা ফেসবুক কি জিনিস বুঝিনা, বুঝতে চাইও না ।

আমাদের দেখার দরকার নেই আসলে ওই ছবিটি ওই ছেলের ওয়ালে কে পোস্ট করেছিল এবং তাতে ওই ছেলেটির দোষ কতটুকু এবং সর্বোপরি দেশের সংখ্যালঘু সম্প্রদায় এর দোষ কতটুকু । আমরা হুজুগে বাঙ্গালী, আমরা যা বুঝব বা আমাদেরকে যা বোঝানো হবে আমরা তাই করবো । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।