জীবন একটাই তাই যা করার ভেবে চিন্তে করতে চাই........ অপেক্ষার প্রহর যে দীর্ঘ, তা কেনা যানে,, তবে সে প্রহর যদি হয় লাঞ্চ কিংবা ডিনার সামনে রেথে তবে তা যে কত বিরক্তিকর.... (কোনো একটা অনুষ্ঠানে ছিলাম, রাতের বেলা,, সেথানে অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তৃতার শুরুতে বলেন, এখন বক্তৃতা মানুষ শুনতে বেশী আগ্রহী নয় আমি যানি, আর সেটা যদি হয় লাঞ্চ অথবা ডিনার সামনে রেখে। এক্ষেত্রে আমি বলি কেবল, থ্যাংকিউ, আর যদি খুব বেশী বলতে হয় তবে আমি এক্ষেত্রে বলি থ্যাংকিউ ভেরি মাচ,, এ বলে তিনি সংেক্ষেপে কিছু বলে শেষ করে দিলেন,, উপস্থিত সবাই তার সে বক্তব্যে খুশি হলেন এবং তিনিও সম্ভবত খুশি হলেন,,) স্থান: হোটেল সোনারগাঁ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ইন্সটিটিউট অব চার্টার্ড একাউন্টান্টস বাংলাদেশ(আইসিএবি) এবং এওয়ার্ড গিভিং প্রোগ্রাম... একের পর এক বক্তৃতা চলছে.. এখন আমার কী করা উচিত...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।