আমাদের কথা খুঁজে নিন

   

শান্তির জয় হোক, অহিংসা বিরাজ করুক

মানুষ হবার চেষ্টায়..অবিরত.. সে বছর কয়েক আগের কথা, জীবনে প্রথম একই এলাকাতে এতগুলো বৌদ্ধ উপাসনালয় খুঁজে পেলাম। প্রতিটি উপাসনালয় সগর্বে ধারণ করে আছে যুগ যুগের শত সহস্র ভক্তের ভালবাসা আর শ্রদ্ধার স্বাক্ষর। প্রতিটি উপাসনালয় প্রবেশ মাত্র আগন্তুক অনুভব করে এক অনাবিল প্রশান্তি, আর প্রশান্তি তথা শান্তিই ছিল ঐ সব উপাসনালয়গুলোর মূল সুর। উপাসনালয়গুলোর ভিতরে ধ্যান মগ্ন মহান ধ্যানী, শান্তির বারতা বাহক বুদ্ধ শির উন্নত করে প্রশান্তি বুলিয়ে দেবার অপেক্ষায়। আগন্তুক অবলীলায় অনুভব করে প্রশান্তি।

চারপাশের শান্ত পরিবেশও বুলিয়ে দেয় প্রশান্তির ছোঁয়া । ছায়া আর মায়ায় ঘেরা উপাসনালয় শান্তিকামীদের সমুদ্র । আগন্তুক ফিরে যায় শান্তি আর অহিংসার অমিয় বানী নিয়ে। কক্সবাজারের রামু উপজেলার কথা বলছি। শান্তির সন্ধানে যুগ যুগ ধরে অনেক শান্তিকামী ছুটে এসেছনে এখানে, অনেক অশান্ত হৃদয় শান্ত হয়েছে অহিংসার অমিয় বানীতে ।

আর এখাকার মানুষেরাও এমন শান্তির সুধার মাঝে বেশ সুখ আর আনন্দেই কাটাচ্ছিলেন, গত দুদিন আগে ও । ইসলামের মুল বারতা শান্তি, ইসলাম শান্তির ধর্ম। বুদ্ধ সবসময় অহিংসা আর শান্তির পক্ষে। অহিংসার বারতা তার মুল মন্ত্র । তাই দুই শান্তি পাশাপাশি কাছাকাছি থাকতে কোন অসুবিধা নেই।

যুগ যুগ ধরে তাই তো ছিল। কিন্তু কি এমন হল, শান্তির স্বর্গে এমন আগুন লাগল। ইসলাম ধৈর্যর শিক্ষা দেয়, আর সে নিজে শান্তির ধর্ম। ইসলাম প্রতিবাদ করে অন্যায়ের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে। আর প্রতিবাদ কল্যাণ আর শান্তির আহ্বানের মধ্য দিয়ে ।

অন্যায়কারীকে খুঁজে বের করা যেত, প্রকৃত সত্যানুসন্ধানের মধ্য দিয়ে শাস্তির বিধানও এ দেশে আছে । কিন্তু শান্তির ইসলামের নামে অহিংসার মাঝে যে আগুন জ্বলল তাতে বিরাজমান শান্তির যে অপরিমেয় ক্ষতি হল তার কী হবে ? শান্তির জয় হোক , অহিংসার অমিয় সুধায় শুদ্ধ হোক আমাদের হৃদয় । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।