আমাদের কথা খুঁজে নিন

   

রানা প্লাজার ধ্বংসস্তূপে পিস্তল

উদ্ধারকর্মীরা জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে ধ্বংসস্তূপের সামনের অংশে পিস্তলটি পাওয়া যায়। ঘটনাস্থলে উপস্থিত র‌্যাব সদস্যদের হাতে সেটি হস্তান্তর করেন তারা।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে র‌্যাব-৪ এর ক্যাম্প কমান্ডার মেজর কে এম আরিফুল ইসলাম সাংবাদিকদের বলেন, রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে পিস্তলের সঙ্গে পাঁচটি গুলিও উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকর্মীদের ধারণা, পিস্তলটি ভবন মালিক সোহেল রানা বা তার কোনো সঙ্গীর হয়ে থাকতে পারে।
গত ২৪ এপ্রিল ভবন ধসের চার দিন পর বেনাপোলে র্যাবের হাতে গ্রেপ্তার হন রানা, যিনি পৌর যুবলীগের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পরিচয়ে কিছু দিন আগেও পোস্টারে এলাকা ছেয়ে ফেলেন।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর রহমান বলেন, “আগ্নেয়াস্ত্রটি র‌্যাবের হেফাজতে আছে। তাদের কাছ থেকে সেটি থানায় নিয়ে যাওয়া হবে।”

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.