আমাদের কথা খুঁজে নিন

   

''আমরাতো দিতে চাইবো,ওরা যদি না দিতে দেয়.........'' ছেলে আমার আমার আমার প্রতি আগাদ সম্ভ্রম আমার ঠিকানা তাই বিদ্ধাস্রম .........

ছোট বেলা আমার মা কৌতহল বসে আমাকে একদিন জিজ্ঞাসা করে ''বাবা আমরা যদি বুড়ো হয়ে যাই আমাদের দেখা শুনা করবি না,আমাদেরখাওয়া-পরা দিবি না'' সজ্ঞানে বা অজ্ঞানে আমি বলেছিলাম, ''আমরাতো দিতে চাইবো,ওরা যদি না দিতে দেয়.........'' অবশ্য আমি মিথ্যা বলি নি,আমাদের সমাজের চারদিকে তাকালে এর অজস্র বাস্তব উদাহরন পাওয়া যাবে।বাবা-মা বৃদ্ধ হলে ঘর পত্নীরা তাদের বোজা মনে করে।বিদ্ধাস্রম নামে জায়গায় পাঠাতে পারলে মনে হয় তারা একে বারে বেঁচে যায়,এতটুকু বোধ তাদের থাকে না যে, আমারতো বাবা-মা আছে,আমারও তো বয়স দিন দিন বেড়ে চলেছে,জীবনের শেষ সময় টুকুতে আমার আস্রয় কোথায় হবে??? আমার কথা নিয়ে মা,বোন,খালা মনি, মামা- মামী সবাই খুব হাঁসা-হাঁসি করে,সময়ের প্ররিক্রমায় সবাই কথাটা ভুলে যাই।আজ প্রবীণ দিবসে আমার ছোট বেলার সেই কথাটা হটাৎ মনে পরে যায়। আমার মা বাবার বয়স এখনো সে রকম বেশি হয়নি আর আমারও তাদের সেবা করার সেরকম সুযোগ হয়ে উঠে নি,তাই আমার ছোট বেলার সেই কথার সদুত্তর দিতে পারি নি। আমরা যারা মা-বাবা কে বিদ্ধাস্রমে পাঠিয়েছি বা পাঠানোর চিন্তা করছি,আমরা যেন নিজেদের ভবিষ্যতের কথাও চিন্তা করি এবং নিজেরাও বিদ্ধাস্রমে যাওয়ার প্রস্তুতি নেই। আল্লাহ্‌ যেন আমাদেরকে সব সময় মা-বাবার সাথে ভালো ব্যাবহার তাওফিক দান করেন।  


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.