দ্বিধা-দ্বন্দের সমীকরণ ! যুক্তরাষ্ট্রে একজন নারীর অশ্লীল (পর্নোগ্রাফিক) ছবি ব্যবহার করে তৈরি একটি প্রামাণ্যচিত্র বিভিন্ন অঙ্গরাজ্যে ছড়িয়ে দাবি করা হচ্ছে, ছবির ওই নারী প্রেসিডেন্ট বারাক ওবামার মা অ্যান ডানহ্যাম। দেশটিতে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে দোদুল্যমান ভোটারদের প্রভাবিত করতে ওবামাবিরোধী শিবির এই কৌশল বেছে নিয়েছে বলে মনে করা হচ্ছে।
ড্রিমস ফ্রম মাই রিয়েল ফাদার নামের ওই প্রামাণ্যচিত্রের পরিচালক জোয়েল গিলবার্ট একজন ডানপন্থী হিসেবে পরিচিত। ছবিটিতে দাবি করা হয়, অ্যান ডানহ্যাম ১৯৬০ সাল শুরু হওয়ার কয়েক সপ্তাহ আগে বেশ কিছু পর্নো ছবি তুলে বিভিন্ন সাময়িকীর কাছে বিক্রি করেছিলেন। ওবামা পরিবারের যে ইতিহাস প্রচলিত রয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা।
প্রেসিডেন্ট ওবামার আসল বাবা হলেন বামপন্থী কবি ও কমিউনিস্ট পার্টির কর্মী ফ্র্যাংক মার্শাল ডেভিস। তাঁর সঙ্গে সম্পর্ক ধামাচাপা দিতেই সিনিয়র ওবামাকে বিয়ে করেছিলেন অ্যান ডানহ্যাম।
প্রামাণ্যচিত্রটির প্রায় এক লাখ ডিভিডি ইতিমধ্যে নেভাদা ও নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া ওহাইও অঙ্গরাজ্যে প্রায় ১০ লাখ ছবির কপি সরবরাহ করা হয় বলে দাবি করা হচ্ছে। ওহাইওতে জনমত জরিপে পিছিয়ে রয়েছেন রিপাবলিকান পার্টি মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী মিট রমনি।
তথ্যসুত্রঃ এএনআই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।