প্রিয় রাজনীতি বিদগণ,
ক্ষমতার শুভেচ্ছা দিতে চেয়েছিলাম । কিন্তু মনে পড়ে গেল আপনারা আছেনই ক্ষমতায় শুভেচ্ছার প্রয়োজনীয়তা কি ?
তাই মাথায় একটা বুদ্ধি এল- মাইন্ড কইরেন না
ক্ষমতার স্বাদ নিয়ে ২ টার্ম পর বিদায় নিলে ক্ষমতার না থাকার স্বাদ বুঝবেন । ক্ষমতায় না থাকার মত মধুর স্বাদ পৃথিবীতে বিদ্যমান থাকার পরও আপনারা সেই স্বাদ পাইবেন না । তাহলে একটু কম পাওয়া হয়ে গেল না ! তাই সব স্বাদ পেতে হলে ২ বারের বেশি ক্ষমতায় না থেকে সেই স্বাদ গ্রহন করায় বুদ্ধিমানের কাজ, তাতে দুই রকম স্বাদই পাওয়া গেল।
আশা করি শুভবুদ্ধির উদয় হবে।
কারন আপনারা সব পেতে চান।
সংবিধান সংশোধন করে কোন ব্যক্তি দুই বারের বেশি সময় দল অথবা সরকারের কোন পদে থাকতে পারবেন না । এই ব্যবস্থা করা হোক। প্রস্তাবটি ভেবে দেখবেন কি?
দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিটি বিশ্ববিদ্যালয় এবং কলেজে ছাত্র সংসদ নির্বাচন দেয়া হোক।
চাকুরীরত অবস্থায় আমলাদের এবং ব্যবসাকালীন সময়ে ব্যবসায়ীদের হাতে জিম্মী এই দেশ তাদের অবসরের যাওয়ার পর তাদের হাত থেকে দেশ মুক্তি চায় ।
এই মুক্তির জন্য বিশ্ববিদ্যালয় এবং কলেজের ছাত্র সংসদ থেকে বের হয়ে আসা ছাত্র নেতৃবৃন্দের হাতে রাজনীতির চাবিকাঠি তুলে দেয়া হোক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।