whereof we cannot speak thereof we must be silent আজকে হঠাৎ করেই রিমোট টিপতে টিপতে ট্রাভেল চ্যানেলে গিয়ে দেখি great ocean drive (বাংলায় কি হবে, মহা সমুদ্র যাত্রা?) এর উপরে ডকুমেন্টারি দেখাচ্ছে। সাথে সাথেই ২০০৬ এর পুরনো স্মৃতি মনে পড়ে গেলো। এই drive টি হচ্ছে আমার জীবনের অন্যতম মধুরতম স্মৃতি। আমার বন্ধুরা আমাকে উপহার হিসেবে এই drive এ নিয়ে যায়। মেলবোর্ন থেকে ৪ ঘন্টার মত drive।
আমাদের যাত্রা শুরু করতে দেরী হয়ে গিয়েছিল তাই পৌছুতে পৌছুতে প্রায় সন্ধ্যা।
The great ocean drive
অস্ট্রেলিয়ার বিস্ময় great barrier reef এবং uউluru এর সাথে The great ocean drive কে সহজেই যোগ করা যেতে পারে এবং বিশ্বের সবচেয়ে উল্লেখযোগ্য নৈসর্গিক রাস্তার একটা হিসেবে বিবেচনা করা হয়। এই রাস্তা শুরু হয় torquay থেকে এবং শেষ হয় Warrnambool পর্যন্ত, প্রায় ১৫০ মাইল লম্বা। মেলবোর্নের পশ্চিমে সমুদ্রতীর ধরে যত প্রাকৃতিক বিস্ময় আছে তাকে সংযুক্ত করেছে the great ocean road। পুরো রাস্তায় কখনো আপনার মনে হবে না আপনি এক মুহুর্তের জন্য প্রকৃতির বিস্ময়ের বাইরে আছেন।
সবচেয়ে ভালো লাগে রাস্তার এক পাশে সমুদ্র অন্য পাশে পাহাড়| পাহাড় কেটে কেটে রাস্তা। এই ৪ ঘন্টায় আপনি যেতে যেতে দেখবেন উঁচু শৃঙ্গ, বালির খাড়ি, আকর্ষনীয় পাহাড়ি পাথর, মাছ ধরার অদ্ভুত গ্রাম। এই রাস্তার শেষে হচ্ছে বিখ্যাত 12 apostle (যিশুর ১২ জন শিষ্য), যা চুনাপাথরের তৈরী ১২টি আলাদা আলাদা শৃঙ্গ, সমুদ্রের উপর দাঁড়িয়ে আছে। এখানে সুন্দর করে রাস্তা তৈরী করা আছে, দর্শনার্থীদের দাঁড়ানোর ব্যবস্থা আছে, যেখান থেকে আপনার আর আসতে ইচ্ছা করবে না।
আমরা যখন পৌছায় তখন প্রায় সূর্যাস্ত, কি যে অপরূপ দৃশ্য, বলে বুঝানো যাবে না।
ইতিহাস
প্রথম বিশ্বযুদ্ধের পর যেসব শৈল্য প্রত্যাবর্তন করেছিল তাদের সাহায্যে এই রাস্তা তির করা হয় ১৯১৯ এবং ১৯২৬ সালের মধ্যে। এজন্য একে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় এবং দীর্ঘ যুদ্ধ স্মৃতিস্মারক।
আসলে কতজন শিষ্য?
মজার ব্যাপার হলো এখানে কখনই ১২টি শৃঙ্গ ছিল না, বড় জোর নয়টা ছিল। কিন্তু দর্শনার্থী আকর্ষণ করার জন্য এবং মার্কেটিং এর পলিসি হিসেবে ১৯৩২ সালে একে ১২ apostle নামকরণ করা হয়। বর্তমানে একটি শৃঙ্গ ভেঙ্গে পড়েছে, তাই আছে মাত্র ৮টি ।
এবার আরো কিছু ছবি দেখুন
ছবিগুলো সব গুগল মামা থেকে নেয়া ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।