আমাদের কথা খুঁজে নিন

   

বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে...

সবে মাত্র লিখা শুরু করলাম, খোলা ডায়রির প্রথম পর্ব। আমি অনেক ছোট বয়সী। দেখি কি করতে পারি. :) জীবনের প্রায় এক-তৃতীয়াংশ সময় পার করেছি পড়াশুনা করে। পড়াশুনা করতে অনেক কষ্ট। বেশির ভাগ সময়ই এর দাম পাই নাই।

কোচিং বা প্রাইভেট স্যারের কাছে অনেক ভাল ছাত্র। স্কুলে ও কলেজের কোন স্যার, ম্যাডাম হয়তো এইটাই জানে না যে আমার অস্তিত্বও আছে। স্টুডেন্টও অ্যাভারেজ টাইপের ছিলাম/আছি। ২য় থেকে ১০ম শ্রেণী পর্যন্ত রোল ২৩,২৪,২৫ এই সিরিয়ালে ঘুরপাক খেতো। প্লেস ত দূরে থাকুক ২০ এর ভেতরও যেতে পারিনি জীবনেও।

ছোটবেলা থেকে ছবি আঁকার দারুণ শখ ভাইরে। প্রথম জীবনে পছন্দের কার্টুন চরিত্র আঁকতাম। স্পঞ্জবব, গুফি এইসব। স্কুলের ড্রইং পরীক্ষাতেও হাইয়েস্ট ৪৫(৫০ এ) উঠলে, আমি পাইতাম ৪০ বা ৪২ এমন। ব্যাপার তা ছিল, ড্রইং এ পাশ করতে বা ভাল নাম্বার পেতে হলে স্কুলের ড্রইং স্যার এর কাছে পরতে হবে।

পোলাপাইন আউল ফাউল আঁকলেও ৪৫, সে কিনা স্যার এর ছাত্র, ক্ষুদে পিকাসো। ছবি আঁকার প্রতি এত মনোযোগ ও ভালবাসা দেখে, বাবা একটা বেশ নাম করা আর্ট একাডেমীতে ভর্তি করে দিলেন। সেই সাথে মা ও বিশেষ করে বড় আপুর অনুপ্রেরণার কমতি ছিল না। একাডেমী তে ষান্মাশিক পরীক্ষা হল। পরীক্ষা দিলাম।

গতকাল রেজাল্ট পেলাম। রেজাল্ট নিয়ে বাসায় এসে, বাংলা সিনেমার মত মাকে বললাম, "মা আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি" ... হাহাহা। প্রথম বর্ষের পরীক্ষায় আমি প্রথম স্থান দখল করেছি। লাইক এ বস। জানি, এমন একাডেমী কোচিং এ ফার্স্ট হওয়া কোন আহামরি কিছু না।

কিন্তু কোন এক জায়গায় প্রথম হওয়ার আনন্দ অনেক, সেটা যেই জায়গাই হোক না কেন। আগামী বছর এইচ এস সি দিবো, ইনশাল্লাহ। ভর্তির প্রথম টার্গেট মহান "চারকলা"। পরের জীবনে এই নেশাকে পেশা হিসেবেও নিতে চাই। সকলের কাছে দোয়া প্রার্থি।

আমার আঁকা নরমাল একটা পেন স্কেচ ভালো লাগবে আশা করি... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।