আমাদের কথা খুঁজে নিন

   

[ভুলে যাওয়া গানগুলি] বন্যেরা বনে রয় - ইভস

হা হা হা পায় যে হাসি!!! পোস্ট উৎসর্গঃ ব্লগার নস্টালজিক* এটা খুব বেশি পুরোনো গান না। ১৯৯২ সালের। আমার আগের একটা পোস্টে উল্লেখ করেছিলাম যে আশির দশকের শেষভাগে আর নব্বইয়ের প্রথমে ব্যান্ড সঙ্গীতের এত রমরমা ভাব ছিল যে অনেক একক শিল্পী শুধুমাত্র এই ব্যান্ডের বাজার ধরার জন্য একটা নামকাওয়াস্তে ব্যান্ড গঠন করে অ্যালবাম বের করত। আমার ধারনা, ইভস ব্যান্ডটাও শিল্পী নাসিরের এই ধরনের একটা ব্যান্ড। এই অ্যালবামের নামটা খুব অদ্ভুত - ভাঙচুর প্রেম।

কিছুদিন পর ইভস ভাঙচুর হয়ে আবার নিউ ইভস তৈরী হয়। এরও কিছুদিন পর নাসির ব্যান্ডের পাট চুকিয়ে একক শিল্পী হিসেবেই অ্যালবাম বের করে। তবে খুব একটা সুবিধা করতে পারেনি, কয়েক বছরের মধ্যেই পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে যান। এই গানটা যারা আজকে প্রথমবার শুনবেন, তাদের কেমন লাগবে আমি নিশ্চিত নই। আসলে সেই সময়টা ছিল অন্যরকম।

তখন আধুনিক গান আর ব্যান্ড সঙ্গীতের তফাৎটা খুব বেশি ছিল না। আমি যে সময়টার কথা বলছি, তখন ওয়ারফেজ, মাইলস, এলআরবি মাত্র তাদের প্রথম অ্যালবাম বের করেছে কিন্তু পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। প্রাইভেট ইউনিভার্সিটি কালচার শুরু হয়নি, ঢাকা ইউনিভার্সিটির ছেলে্মেয়েরাই বাংলাদেশের সবচেয়ে স্মার্ট। অল্পকিছু ব্যক্তিক্রম বাদ দিলে মফস্বলের কোন উপজেলা শহরের শহীদ বদরুদ্দিন কলেজের (কাল্পনিক নাম) ছাত্র আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের গানের রুচি মোটামুটি কাছাকাছি। সেসময় এধরনের গান ভালই চলত।

এই গানটা ওইসময়ের বেশ জনপ্রিয় হয়েছিল ক্যাচি কথা এবং সুরের কারনে। গানের গীতিকার বা সুরকারের নাম এতদিন পর আর মনে করতে পারছি না। দুঃখিত। ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ বন্যেরা বনে রয় তুমি এই বুকে তুমি সুখী হবে আমার সুখে। তোমারই জন্ম শুধু আমারই জন্য চিরন্তন এ কথা সত্য রবে।

সূর্যটা ভালবাসে ওই চাঁদকে নিজের আলো দিয়ে সাজায় তাকে কিংবদন্তি হয়ে আকাশেই রয় তার চেয়ে সুন্দর তুমি বিষ্ময়। ঝরনা ছন্দ খোঁজে তোমারই চলায় ঝিনুক মুক্তা গড়ে দিতে উপহার এসময় যে অধর আমার তোমার অধরে মিলাতে চায়। ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ বিশেষ সতর্কীকরনঃ ইউটিউব থেকে পাওয়া ভিডিও থেকে কনভার্ট করে এমপিথ্রি বানানো হয়েছে। কোয়ালিটি বেশি সুবিধার না। বন্যেরা বনে রয় সরাসরি ইউটিউবের ভিডিওটা দেখতে চাইলে * ব্লগার নস্টালজিকের সাথে আমার ব্লগীয় ইন্টারঅ্যাকশন খুব কম।

উনি আমার পোস্টগুলিতে নিয়মিত আসেন, সুন্দর মন্তব্য করেন। আমিও তার পোস্টে যাই, কিন্তু মন্তব্য করি না। কারন কবিতা বা গীতিকবিতা আমার বিষয় না। কিছুই বুঝি না। আর কিছু না বুঝে শুধু ধন্যবাদ বা চালিয়ে যান টাইপ মন্তব্য করতে আমার ভাল লাগে না, আমি সাধারনত যেকোন পোস্টে গেলে সেখানে আলোচনায় অংশ নিতে চাই, গঠনমূলক মন্তব্য করতে চাই।

নস্টালজিক একজন স্বনামধন্য গীতিকার, ক্রিকেট বিশ্বকাপের থিম সং এর রচয়িতা। এত বড় মাপের একজন শিল্পী আমার হাতের কাছে আছে, অথচ আমি তার সাথে কথা বলতে পারি না ব্যাপারটা দুঃখজনক। কথা বলতে না পারি, উপহার দিতে সমস্যা কি! তাই এই পোস্ট তার জন্য। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.