আমাদের কথা খুঁজে নিন

   

কোকাকোলা, হারপিক এবং ঝকঝকে টয়লেট

হ্যা, ঘটনা একদম সত্যি! আজ ফ্রিজ থেকে একটা কোকের ক্যান বের করে সোজা টয়লেটে ঢাললাম, তারপর হালকা ব্রাশ করলাম, টয়লেট একদম ঝকঝকে পরিষ্কার!!! ছুটির দিন হওয়ায় ঘুম থেকে উঠেছি অনেকটা দেরী করে। অবশ্য গতরাত্রে কেন জানি ঘুমটাও খুব একটা ভাল হয়নাই। সুতরাং সকালে একবার ঘুম ভাংগার পরও বিছানা না ছেড়ে আবার ঘুম, ফলাফল ১১টা পর্যন্ত ঘুম। বাথরুমে ঢুকলাম, ভাবলাম বেচারী যেহেতু কিছুটা অসুস্থ টয়লেট টা আমিই ওয়াশ করে ফেলি। কিন্তু বিধিবাম, টয়লেটে হারপিক নেই!!! সাথে সাথে মনে পড়লো ফ্রিজে এক ক্যান কোকাকোলা আছে, অতএব বউকে বললাম সেটা এনে দিতে, বেচারী বেশ অবাক হয়েই জিগ্গেস করলো আমি টয়লেটে কোকাকোলা দিয়ে কি করবো? বললাম নিয়ে আস, কাজ আছে!!! তারপর যা করার তাই করলাম, কমোডে অর্ধেক আর ফ্লোরে অর্ধেক ঢেলে দিলাম , মিনিট পাঁচেক পরে ব্রাশ দিয়ে ঘসলাম, ফলাফল ঝকঝকে টয়লেট!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.