আমাদের কথা খুঁজে নিন

   

দেবযানী ইস্যুতে কোকাকোলা কারখানায় ধর্মঘট

যুক্তরাষ্ট্রে দেবযানী খোবরাগাডের অবমাননার বিরুদ্ধে ভারতের হায়দারাবাদে কোকাকোলা কারখানায় ধর্মঘট করলেন শ্রমিকরা। একে কেন্দ্র করে গুন্টুরের আত্মাকুরু কারখানায় বিপুল ক্ষতি হয়েছে।

জানা যায়, সোমবার হঠাৎ তিনটি শ্রমিক ইউনিয়ন একযোগে ধর্মঘটের সিদ্ধান্ত নেয়। শ্রমিকরা মার্কিন যুক্তরাষ্ট্রের আচরণের প্রতিবাদে কারখানার ভিতরে স্লোগান দিতে শুরু করে। এ ঘটনায় কারকানা কর্তৃপক্ষ শ্রম দফতরে অভিযোগ জানায় এবং নিরাপত্তা চেয়ে পুলিশকে ফোন করে।

কারখানা কর্তৃপক্ষের বক্তব্য হলো আত্মাকুরুতে ১২০০ শ্রমিক কাজ করেন। এখানে স্থায়ী এবং চুক্তিভিত্তিক দু'ধরনের শ্রমিকই আছেন। ধর্মঘটের কারণে একদিনে ৬০ হাজার লিটার নরম পানীয় কম উৎপাদন হয়েছে।

এদিকে, রাজ্য শ্রম দফতর জানিয়েছে, ভবিষ্যতে যাতে শ্রমিকরা হঠাৎ ধর্মঘট না করে, সেজন্য নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় বসা হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.