আমাদের কথা খুঁজে নিন

   

প্রতি, কোকাকোলা ইশ্বর !

বৃষ্টি রাতে ... ভাবনা গুলো মেঘের সাথে উড়ে ...

হঠাৎ দেখতে পেলাম, টসটসে সসেজ চিজেজ কারো কোন প্রেমিকার গালের মত ঈষাণ কোনের পিৎজা কাচ ঘেরা দেয়ালের ভেতর, শীত যন্ত্রের নিঃশব্দ নিশ্বাসে গেয়ো মায়ের উনুনের কান্না লেগে ভাজা কুমড়ো ফুলের বড়া হয়ে গেল । আমি কপ কপ খেয়ে ফেলেছিলাম রেস্তোরার বাইরে দাঁড়িয়ে থেকে । বিশ্বায়ন, সত্যি তুমি কোন কামসূত্র ও মান না !! চৌদ্দ-চারের খেলা দেখে দেখে মনোটনি থার্ড ওয়ার্ল্ডের ( ঝুড়িটার তলা ঠিক করতেই দিবে না! ) মেটামরফসিস --- আমাদের জলপাই তোমার পেয়াদা দিয়ে কলেজ মাষ্টার ফারুক সাহেবের পিচ্চি ছেলে মেয়ে দুটোর বিকেলের নাস্তা কেড়ে নেয়ালে ( আজকের প্রথম আলোয় পড়া ) -- হাহ ! চালের দাম কমাও, হে, অলস কোকাকোলা ইশ্বর !!! না হলে তোমায় আমাদের প্রলিফিক আলু খেতে দেব ( চাইলে তোমাদের সফেদ বাটি আমাদের সোদা গন্ধ আলুর ঐন্দ্রজালিক গুদামঘর বানাবো ) - আমাদের কোকাকোলা বমি পানিয় হিসেবে নিও হে! না খেতে পারলে আওয়াজ দিও - আম্রিকান আইদলের ভলিওমটি কমিয়ে দিও - তোমার বিগলিত ক্লীব সংগমে ক্লান্ত ম্যাগনেইট মহাজনদের বিলিয়ন ডলারের মহাকাশ ভ্রমণে আমাদের না খেতে পারা আলুটি পারলে পাঠিয়ে দিও - আলুর ভরে তোমাদের নীহারিকাপুঞ্জ ফেটে যাক । আমরা শুধু তিন বেলা ভাত চাই । (এইমাত্র)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.