শনিবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারায় এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
হেফাজতের ঢাকা অবরোধ কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, “বাংলাদেশে ইসলাম ধর্ম কখনোই বিপদে ছিল না, এখনো নেই। সরকার ইসলামসহ সব ধর্মের নিরাপত্তা দিচ্ছে। ইসলাম বিপদে আছে বলে কর্মসূচি দিয়ে হেফাজত মানুষকে বিভ্রান্ত করছে। ”
রাজপথে হাঙ্গামা আর শক্তি প্রয়োগ করে সংবিধান পরিবর্তন করা যায় না মন্তব্য করে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ইনু বলেন, “কেবলমাত্র সামরিক জান্তারা এভাবে গায়ের জোরে সংবিধান বদল করে।
”
সকাল সাড়ে ১১টায় ভেড়ামারা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন তথ্যমন্ত্রী।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আফরোজা হক রীনার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায় ও ভেড়ামারা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আনছার আলীসহ বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় নেতারা।
হেফাজতকে উদ্দেশ্য করে তাদের দাবি প্রসঙ্গে ইনু বলেন, “আট মাস পর ভোট, ভোটে দাঁড়িয়ে জনগণের কাছে গিয়ে নির্বাচিত হয়ে সংসদে এসে আইন পরিবর্তন করুন। ”
কর্মসূচি স্থগিতে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া না দেয়াকে ‘দুঃখজনক’ আখ্যায়িতকরে তথ্যমন্ত্রী বলেন, “এর সঙ্গে সংলাপের কোনো সম্পর্ক নেই। সংলাপের জন্য আমাদের দ্বার সবসময় খোলা।
”
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।