আমাদের কথা খুঁজে নিন

   

তোরা কেউ যাসনে আবুলের কাছে...! আবুলের সঙ্গে যাবি,আবুল হবি, বঝবি শেষে...!!

আমি পথহারা পথিক...পথে পথে ঘুরে বেড়াই, পথের নেশায়....লোকের কথা শুনি, কখনো কখনো বলার চেষ্টাও করি। আমার কথা সবার ভাল লাগবে এমনটা আশা করি না। আমি বিশ্বাস করি, যে পথের নেশায় পথে পথে ঘুরে বেড়াই, সেই পথের দেখা আমি পাবই........ প্রিয় পাঠকুল, অতি প্রাচিন কাল থেকেই আমাদের বঙ্গদেশে গুরু ও তাদের শিস্যেদের পদচারনায় মুখর হইয়া রহিয়াছে। শিস্যেরা কখনও কোন কিছু না বুঝিলে তাহার গুরুকে প্রশ্ন করিয়া জানিয়া লইত। সম্প্রতিকালে এক শিস্যে সংবাপত্র মারফত জানিতে পারিল যে, দেশে বেশুমার সন্তান জন্মাইতেছে এবং উহাদের মধ্যে যে গুলি পুত্র সন্তান, উহাদের নাম আবুল রাখা হইতেছে।

শিস্যের মাথায় কিছুতেই বুঝ আসিতেছেনা, কেনই বা এত শিশুদের নাম আবুল রাখা হইতেছে, কেনইবা আবুল নাম এত জনপ্রিয়? আবুল নামের কি এত মহিমা? কোন কুল কিনারা করিতে না পারিয়া অবশেষে সে তাহার গুরুর নিকট গমন করিল এবং এই ব্যাপারে বিনয়ের সহিত জানিবার আগ্রহ বর্ননা করিল। সব শুনিয়া গুরুজী চোক্ষু বন্ধ করিয়া ভাবিতে লাগিলেন। সাত দিন সাত রাত কটিয়া গেল এবং অষ্ঠম দিন সাত সকালে হাসি মুখে চোখ খুলিয়া শিস্যের উদ্দেশ্যে বলিলেন, বাছা আমি ধ্যানের মাধ্যেম পৃথিবীর সকল ঞ্জান-তাপসদের জিগ্যাসা করিয়া এটাই জানিতে পারিলাম যে, যুগে যুগে মানব জাতিকে সঠিক পখ দেখাইবার জন্য কিছু কিছু অতিমানবদের জন্ম হয়। বর্তমানে আবুলরাই হচ্ছে সেই অতিমানব। উহারাই বিশৃঙ্খল এই ধরণীতে শান্তির বার্তাবাহক হিসাবে কাজ করিতেছে।

উহাদের কল্যানে এই বঙ্গদেশ বিশ্বে মাথা উচু করিয়া চলিতে পারিতেছে। অতএব তুমি এক্ষনি রওনা দাও এবং আবূলদের পাশা-পাশি থাকার চেষ্টা করতে থাক। ইহাতে তোমার ভাগ্য খুলিয়া যাইতে পারে। এই শুনিয়া শিস্যে আবূল খুজতে বাহির হইল এবং আবুলদের দেখা পেল কিন্তু কিছুদিন থাকিয়া বুঝিতে পারিল গুরুর বচন বৃথা যাইতেছে। অনেক চিন্তা করিবার পার শিস্যের মনে পরিল কখনও কখনও গুরুজী তাহার বক্তব্য উল্টা করিয়া বলিয়া থাকে।

এইবার শিস্যের ভুল ভাঙ্গিল এবং নিজের বুদ্ধিহীনতার কথা চিন্তা করিয়া মনের মধ্যে কষ্ঠ নিয়া তাহার একটা প্রিয় গান গাহিতে লাগিল। "তোরা কেউ যাসনে আবুলের কাছে...! আবুলের সঙ্গে যাবি,আবুল হবি, বঝবি শেষে...!! তোরা কেউ যাসনে আবুলের কাছে...! আবুলের নামটি এমন....,ইচ্ছামত বলতে বারণ আবার দেমপ্রেমিক, কালো বিড়াল, নাম ধরে সে...। তোরা কেউ যাসনে আবুলের কাছে...!" ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.