আমাদের কথা খুঁজে নিন

   

যেকোনো সময় ইরানের প্রেসিডেন্ট তার দেশের সমস্ত মানুষকে নিয়ে ইজরায়েলে হিজরত করতে পারে

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে ইরান একটা ফানি দেশ। এর প্রেসিডেন্ট হলো নাম্বার ওয়ান জোকার। সবচেয়ে মজার বিষয় হলো ইরান এমন একটা ধর্মের অনুসারী যার সাথে রাষ্ট্রীয় সংঘাত রয়েছে বাকী বিশ্বের। মুসলিম বিশ্ব বিশেষ করে মিডিলিস্ট কখনই ইরানের সাথে কোনো সামরিক ঐক্য গড়ে নাই, আর পশ্চিমা বিশ্বের তো প্রশ্নই আসে না। তারমানে শত্রু তার সারা বিশ্ব জুরে, অথচ রাস্তার ক্যানভাসারের মতই হুমকি ধামকি দিয়ে যায় তার প্রেসিডেন্ট।

ইজরায়েলকে মিডিলিস্ট থেকে সে তুলে ফেলার আহবান জানিয়েছে। ইজরায়েল নামক একটা রাষ্ট্রকে সে এমনভাবে তুলে ধরছে এটা যেনো সহজেই তুলে ফেলা, তারপরে কাধে করে বয়ে আরেকটা জায়গায় নিয়ে রেখে আসা যায়। অন্য কোনো একটা রাষ্ট্র, ভূখন্ড বা সমুদ্রে ইজরায়েলকে তুলে নিয়ে যাবে ইরানের প্রেসিডেন্ট, তার সামরিক বাহিনী - হয়তো কোনো বিশাল রণতরীতে, নয়তো কোনো বিশাল এরোপ্লেনে করে। তারপরে কোনো এক জায়গায় রেখে এসে ইজরায়েলের শূন্য স্থানে সে এসে দেখবে একটা হোল, গভীর একটা গর্ত - তার উপরে দাড়িয়ে ইরানের প্রেসিডেন্ট মিডিলিস্টে শান্তি স্থাপন করে ফেলবে। কত বড় গাড়ল হলে এমন কথা বলতে পারে একটা দেশের প্রেসিডেন্ট যাকে মুসলিম বলে স্বীকার করে না আরেকদল মুসলিম।

পার্শ্ববর্তী সমস্ত রাষ্ট্র তার মুসলিম ভ্রাতৃত্বের প্রতি আস্থা রাখে না যেখানে, সেখানে সে ইজরায়েলকে উৎখাতের হুমকিতে সরগরম করে রাখে গণমাধ্যমের পৃষ্ঠা, ক্যামেরা আর পাঠকদের। ইরানের প্রেসিডেন্ট বরঞ্চ ভিন্ন একটা কাজ করতে পারে। সে তার দেশের সমস্ত মানুষকে নিয়ে ইজরায়েলে হিজরত করতে পারে, আর ফাকা ইরানকে ইহুদীদের হিজরত করতে বলতে পারে। মানে শাফলিং হলো - ইরান হলো ইজরায়েল - ইজরায়েল হলো ইরান। এতে মিডিলিস্টের মিডলে চলে যেতে পারবে ইরান, আর ইচ্ছেমতো নানান রকম শান্তি স্থাপন করতে পারবে।

অন্যদিকে ইজরায়েল এসে পড়বে মিডিলিস্টের প্রান্তে। ঝামেলা করার কোনো চানসই থাকবে না তখন ইজরায়েলের। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.