inveterate to Create আপনি বিনা পয়সায় সত্য বললে আপনার উপর সন্ত্রাসী হামলা হবে। কিন্তু পকেট থেকে কিছু ছাড়ুন, তারপর চিৎকার করে মিথ্যা বলতে থাকুন। দেখবেন হাজার হাজার মানুষ আপনার ভাষণ শুনতে লাইন ধরে দাঁড়িয়ে থাকবে।
ঠিক এই সহজ কৌশলটা অবলম্বন করে বাজারে খুব ভালো একটা পজিশনে উঠে এসেছেন আমাদের নেতারা।
তারা খুব ভালো করে জানেন, ভাত ছিটালে কাকের অভাব নেই।
তাই একটু দামি এবং সুগন্ধি চাউলের বিরিয়ানির প্যাকেট ধরিয়ে দিতে পারলেই হইছে, ভোজন রসিক বাঙ্গালির তা হজম করতে খুব বেশি সময় লাগে না। পেট ভরা থাকলেই হইছে, পিঠটা পেতে দেয় প্রানপ্রিয় নেতার জন্য। যুগ যুগ ধরে এমনটিই চলে আসছে।
কিন্তু, ব্লগাররা যে কাউকে খেতে দিতে পারেন না, তাই তারা সত্য বললেও সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায়, সন্ত্রাসী হামলা। এই সময়টাতেও আমাদের নেতারা একটা সূক্ষ চাল দিয়ে থাকেন।
উরাধুরা কোন গোষ্ঠির পকেট গরম করিয়ে দিতে পারলেই হইছে, ব্লগারের জীবন, জান-মাল, সংসার সব কিছুই তখন পরে যায় হুমকির মুখে।
ভাগ্য ভালো থাকলে কেউ বেঁচে ফেরে, নইলে অতর্কিত হামলায় জীবন হারাতে হয় রাজীব হায়দারের মতন। এসব কোন ব্যাপার না আমাদের কাছে। কারন, আমরা বাঙ্গালী। এসব চরম লজ্জাও আমাদেরকে লজ্জিত করতে পারে না।
তাই আমরা চিরদিন পঁচে যাওয়া নির্লজ্জ এক গর্বিত জাতি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।