আমাদের কথা খুঁজে নিন

   

১৬তম প্রভাবশালী উদ্যোক্তা সুমাইয়া কাজী

রফিকুল ইসলাম ---ঃঃঃঃঃ----- গত ১৪ ফেব্রুয়ারি 'রয়টারস এবং কাউট' ওয়েবসাইটে সবচেয়ে প্রভাবশালী ৫০ ব্যক্তি-উদ্যোক্তার একটি তালিকা প্রকাশ করেছে। আর সেখানে ১৬ নম্বরে রয়েছেন সুমাইয়া কাজী। যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশী সুমাইয়া কাজী। সুমাইয়া কাজী তার মা-বাবা-ভাই-বোনদের সঙ্গে ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকো বে এলাকায় থাকেন। যুক্তরাষ্ট্রে লেখাপড়া চলাকালীন সময়েই টুকটাক সমাজ সেবার সঙ্গে নিজেকে জড়িয়ে নেন সুমাইয়া।

লেখাপড়া শেষে সিনিয়র সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে যোগ দেন সানমাইক্রোসিস্টেম নামক একটি প্রতিষ্ঠানে। সেই সঙ্গে ২০০৫ সালে 'কালচারেল কানেক্ট' নামে সম্পূর্ণ নিজস্ব একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। এটি মূলত একটি সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক। তার এই প্রতিষ্ঠান থেকে পাঁচটি সাপ্তাহিক ই-ম্যাগজিন প্রকাশিত হতো। সেগুলো হচ্ছে ১. দ্যা দেশী কানেক্ট, ২. দ্যা মিডলইস্ট কানেক্ট, ৩. দ্যা এশিয়া কানেক্ট, ৪. দ্যা ল্যাটিন কানেক্ট, ৫. দ্যা আফ্রিকান কানেক্ট।

বিশ্বের শতাধিক দেশে এসব ম্যাগাজিনের গ্রাহক সংখ্যা ৫০ হাজারের বেশী। এরপর ২০১০ সালে তিনি 'সুমাজি ডট কম' প্রতিষ্ঠা করেন। এটি সঠিক সময়ে সঠিক তথ্য খুঁজে পেতে সাহায্য করে। তরুণদেরকে মেধা, মনন ও সংস্কৃতি ক্ষেত্রে উদ্দীপক এই প্রতিষ্ঠানটি এরই মধ্যে বেশকিছু সম্মানজনক পুরষ্কারে ভূষিত হয়েছে। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার বার্কলে থেকে মার্কেটিং এবং স্ট্যাটেজিক প্লানিংয়ে উচ্চতর ডিগ্রিধারী সুমাইয়া কাজী জন্মের পর থেকে বাংলাদেশে এসেছেন ৭/৮ বার।

বাংলায় সাবলীলভাবে কথা বলতে না পারলেও দেশের প্রতি তার প্রচণ্ড রকম ভালোবাসা রয়েছে। ২০০৬ সালেও বিজনেস উইক ম্যাগাজিন কর্তৃক আমেরিকায় অনুর্ধ ২৫ বছর বয়সী সেরা উদ্যোক্তার তালিকায় স্থান পান সুমাইয়া কাজী। সুমাইয়া কাজী ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের বিজনেস উয়িক ম্যাগাজিন ও কালার লাইট ম্যাগাজিন থেকে 'সেরা তরুণ উদ্যোক্তা' পুরস্কারসহ বেশ কয়েকটি পুরস্কার অর্জণ করেছেন। ব্যক্তি জীবনে সুমাইয়া কাজী অবিবাহিত। বছর খানেকের মধ্যে আবারো বাংলাদেশে আসার পরিকল্পনা রয়েছে তার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.