আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের চলচ্চিত্রের ৯০ দশকের অন্যতম শ্রেষ্ঠ নায়ক সালমান শাহ এর ১৬তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

আমি সত্য জানতে চাই মুক্তিযুদ্ধের উত্তাল সময়ে জন্ম শাহরিয়ার চৌধুরী ইমনের। যে নামের পরিবর্তন ঘটে ঢাকাই চলচ্চিত্রের চরম দুঃসময়ে ৯৩’তে এসে ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রের মাধ্যমে। চলচ্চিত্রে তার নাম হয় সালমান শাহ । (সালমান শাহের জন্মঃ ১৯ সেপ্টেম্বর ১৯৭১, মৃত্যুঃ ৬ সেপ্টেম্বর ১৯৯৬) তিনি বাংলাদেশের ১৯৯০-এর দশকের অন্যতম শ্রেষ্ঠ নায়ক। প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন।

সালমান শাহ ১৯৭১ সালে সিলেট জেলায় অবস্থিত জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন, বৃশ্চিক রাশির জাতক সালমান শাহ এর উচ্চতা ছিলো ৫ ফুট ৮ ইঞ্চি। তাঁর পিতার নাম কমর উদ্দিন চৌধুরী ও মাতার নাম নীলা চৌধুরী। তিনি পরিবারের বড় ছেলে। যদিও তাঁর মুল নাম শাহরিয়ার চৌধুরি ইমন, কিন্তু চলচ্চিত্র জীবনে তিনি সবার কাছে 'সালমান শাহ' বলেই পরিচিত ছিলেন। সালমান শাহ ১২ আগস্ট ১৯৯২ সামিরাকে বিয়ে করে সংসার জীবনে প্রবেশ করেন এবং ম্যাজিষ্ট্রেট নাহিদ হাসান (সজীব) হাত ধরে অভিনয় জগতে আসেন ।

কিন্তু পরবর্তী জীবনে নাহিদ হাসান (সজীব) এর সাথে তার সম্পরক ভাল ছিল না । ১৯৯৩ সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত মুক্তি পায়। একই ছবিতে নায়িকা মৌসুমী ও গায়ক আগুনের অভিষেক হয়। জনপ্রিয় এই নায়ক নব্বইয়ের দশকের বাংলাদেশে সাড়া জাগানো অনেক চলচ্চিত্রে অভিনয় করেন। এই অভিনেতা সর্বমোট ২৭টি চলচ্চিত্র অভিনয় করেছিলেন।

এছাড়াও টেলিভিশনে তার অভিনীত গুটি কয়েক নাটক প্রচারিত হয়। তিনি ১৯৯৬ সালের আজকের দিনে মাত্র ২৫ বছর বয়সে লক্ষ দর্শককে কাঁদিয়ে অকালে মৃত্যুবরণ করেন। ৯৬’এর ৬ সেপ্টেম্বর সালমানের পৃথিবী থেকে চিরদিনের মতো চলে যাওয়ার দিনটা শুরু হয়েছিল অন্যান্য দিনের মতোই কিন্তু শেষটা হয় নিদারুণ এক হতবাক হওয়া সংবাদের মাধ্যমে। গভীর রাতে নিজ বাসভবনে আত্মহত্যা করেছেন সালমান! যদিও তার মা নীলা চৌধুরীর দাবি দুষ্কৃতিকারীরা বেশ পরিকল্পনা করেই হত্যা করেছিল সালমানকে। যদিও মৃত্যুর আগের কয়েক মাস সালমান কিছুটা বেপরোয়া জীবনযাপনে অভ্যস্ত ছিলেন বলে অনেকেই বলেছেন।

তবে সেইসব লোকেরাও ‘ভ্রু’র ওপরে চোখ তুলে’ বলেছিলেন সালমান কখনই আত্মহত্যা করতে পারেন না। তবে কি সবার কাছেই অজানা ছিল সালমান শাহ’র কোনো অভিমানের কথা। আড়ালে ফেলা দীর্ঘশ্বাসের নিষ্প্রাণ শব্দের কথা। শুরু হয় তদন্ত কিন্তু সেই তদন্তের রিপোর্ট যেন মরীচিকা হয়েই বারবার দেখা দিয়েছে সালমান প্রিয় ভক্তদের কাছে। কিন্তু তার হত্যাকান্ডের কোনো আইনী সুরাহা শেষ পর্যন্ত হয়নি।

তার মৃত্যু আমাদের চলচ্চিত্রর জন্য অপূরণীয় ক্ষতি। সালমান শাহ্ দেশের চলচ্চিত্রের নক্ষত্র কিংবা ধুমকেতু যাই বলা হোক না কেন তিনি সত্যিকার অর্থেই ছিলেন এক বিস্ময় পুরুষ। তার অভিনীত চলচ্চিত্র সমূহঃ সালঃ ১৯৯৩ ১। কেয়ামত থেকে কেয়ামত, পরিচালক সোহানুর রহমান সোহান, সহ অভিনেত্রী মৌসুমী ২। অন্তরে অন্তরে পরিচালক, শিবলী সাদিক, সহ অভিনেত্রী-মৌসুমী সালঃ ১৯৯৪ ৩।

দেন মোহর, পরিচালক, শামসুদ্দিন টগর,সহ অভিনেত্রী মৌসুমী ৪। তোমাকে চাই, পরিচালক, মতিন রহমান, সহ অভিনেত্রী-শাবনূর ৫। বিক্ষোভ,পরিচালক, মোহাম্মদ হান্নান, সহ অভিনেত্রী-শাবনূর ৬। বিচার হবে,পরিচালক, শাহ আলম কিরণ, সহ অভিনেত্রী-শাবনূর ৭। চাব থেকে পাওয়া,পরিচালক, রেজা হাসমত, সহ অভিনেত্রী-শাবনূর ১৯৯৫ ৮।

আনন্দ অশ্রু,পরিচালক, শিবলী সাদিক, সহ অভিনেত্রী-শাবনূর ৯। আশা ভালবাসা, পরিচালক, তমিজুদ্দিন রিজভী, সহ অভিনেত্রী-শাবনাজ ১০। জীবন সংসার,পরিচালক, জাকির হোসেন রাজু, সহ অভিনেত্রী-শাবনূর ১১। মহা মিলন,পরিচালক, দিলীপ সোম, সহ অভিনেত্রী-শাবনূর ১২। স্বপ্নের পৃথিবী,পরিচালক, বাদল খন্দকার, সহ অভিনেত্রী-শাবনূর ১৩।

স্বপ্নের ঠিকানা,পরিচালক, এম. এ. খালেক, সহ অভিনেত্রী-শাবনূর ১৯৯৬ ১৪। এই ঘর এই সংসার,পরিচালক, মালেক আফসারী,সহ অভিনেত্রী- বৃষ্টি ১৫। আঞ্জুমান,পরিচালক, হাফিজউদ্দিন,সহ অভিনেত্রী-শাবনাজ ১৬। কন্ন্যাদান,পরিচালক, দেলোয়ার জাহান ঝন্টু,সহ অভিনেত্রী- লীমা ১৭। মায়ের অধিকার,পরিচালক, শিবলী সাদিক,সহ অভিনেত্রী- শাবনাজ ১৮।

প্রেম যুদ্ধ,পরিচালক, জীবন রহমান,সহ অভিনেত্রী- লীমা ১৯। স্নেহ,পরিচালক, গাজী মাজহারুল আনোয়ার, সহ অভিনেত্রী-মৌসুমী ২০। সত্যের মৃত্যু নাই,পরিচালক, ছটকু আহমেদ,সহ অভিনেত্রী-শাহনাজ ২১। সুজন সখী,পরিচালক, শাহ আলম কিরণ,সহ অভিনেত্রী-শাবনুর ১৯৯৭ ২২। তুমি আমার,পরিচালক, জহিরুল হক,সহ অভিনেত্রী-শাবনূর ২৩।

প্রিয়জন,পরিচালক, রানা নাসের,সহ অভিনেত্রী-শিল্পী ২৪। স্বপ্নের নায়ক,পরিচালক, নাসির আহমেদ, সহ অভিনেত্রী-শাবনূর ২৫। বুকের ভিতর আগুন,পরিচালক, ছটকু আহমেদ, সহ অভিনেত্রী-শাবনূর ২৬। প্রেম পিয়াসী,পরিচালক, রেজা হাসমত,সহ অভিনেত্রী-শাবনুর তার অভিনীত উল্লেখযোগ্য টিভি নাটকগুলো হলোঃ ১। পাথর সময়, ২।

ইতিকথা, ৩। আকাশ ছোঁয়া, ৪। দোয়েল, ৫। সব পাখি ঘরে ফেরে, ৬। সৈকতে সারস* নয়ন ৭।

স্বপ্নের পৃথিবী সালমান শাহ্ দেশের চলচ্চিত্রের নক্ষত্র, সুপার স্টার কিংবা ধুমকেতু যাই বলা হোক না কেন তিনি সত্যিকার অর্থেই ছিলেন এক বিস্ময় পুরুষ। তার মৃত্যু আমাদের চলচ্চিত্রর জন্য অপূরণীয় ক্ষতি। অকাল প্রয়াত জনপ্রিয় এই নায়কের প্রতি রইল শ্রদ্ধাঞ্জলি।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.