জীবনকে এডিট করা যায় না কখনো ..। সত্যি আমি লজ্জিত , বলার ভাষা নেই ..কেন এমন হয় ? আমাদের মানসিকতা যে এত নিচে নেমে গেছে ত়া বিশ্বাস করতে পারি না ..অনেক না বলা কথা ছিল ..হয়ত তেমন ভাবে লিখতে পারব না , আমার ডায়রি লিখা শুরু সেই ১৬ বছর আগে , সব আছে এখনো .হয়ত সেখানেই ফিরে যেতে হবে . আগেও বলেছি এখন আবার বলি ,আমি কি মানুষ হতে পেরেছি ? ধর্ম যাই হোক না কেন ..কেন অন্যের ওপর কুত্সা রচনা করে নিজের পশু বিত্তি কে জাগাই ২০০৫ এপ্রিল ৮ এ আমার ডায়রি তে একটা লিখা লাইন "Man is lucky because he has power of thinking" ভবিতব্যে নিজেকে মানুষ বলে পরিচয় দিতে বড় কষ্ট হবে , প্রতেক মানুষের চিন্তার ধরন ভিন্ন , কিন্তু অন্যের ওপর আঘাত আনা কারই কাম্য না সবাই ভালো থাকবেন , অনেক আসা নিয়ে সামু তে আসলাম ...কিন্তু জানি না কত দিন থাকতে পারব আর ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।