আমাদের কথা খুঁজে নিন

   

ছেলে ও বাবা > কথোপকথন

বাবাঃ আমার জন্য একটা ড্রিঙ্কস নিয়ে আসো তো দোকান থেকে । ছেলেঃ বাবা ঠাণ্ডা নাকি গরম ? বাবাঃ ঠাণ্ডা অফকোর্স ! ছেলেঃ বাবা পেপ্সি নাকি কোক ? বাবাঃ পেপ্সি ছেলেঃ বাবা বোতলের নাকি টিনের ? বাবাঃ বোতলের , ছেলেঃ বড় বোতল নাকি ছোট বোতল ? বাবাঃ ছোট বোতল , ছেলেঃ আচ্ছা বাবা নরমাল নাই ডায়েট ? বাবাঃ ধুরু , লাগবে না যা পানি নিয়ে আস একটা , ছেলেঃ বাবা ঠাণ্ডা নাকি গরম ? বাবাঃ অফকোর্স ঠাণ্ডা , ছেলেঃ বাবা খাওয়ার পানি নাকি ইয়ুজ করার জন্য ? বাবাঃ মাইর খাবি এখন !! ছেলেঃ বাবা হাত দিয়ে নাকি লাঠি দিয়ে ? বাবাঃ বেশি কথা বলস , যা ভাগ সামনে থেকে , ছেলেঃ বাবা দৌড় দিয়ে ভাগব না হেটে হেটে ? বাবাঃ বেয়াদব , দিন দিন জানোয়ার হইতাসস ! ছেলেঃ কোন জানোয়ার ? কুত্তা নাকি বিলাই ? বাবাঃ আমি এখন তোরে জবাই করবো , যা বলসি !! ছেলেঃ বাবা চাকু দিয়ে নাকি বটি দিয়ে ? বাবাঃ বটি দিয়ে !! ছেলেঃ টুকরা টুকরা নাকি বড় বড় পিস ? বাবাঃ হারামি তুই যাবি ?? ছেলেঃ বাবা একলা যাব নাকি তোমার সাথে যাব ? বাবাঃ তোর উপর থাডা পরুক ! ছেলেঃ বাবা ভুমিকম্প নাকি বজ্রপাত ? বাবাঃ ওহ খোদা আমার হার্ট এ পেইন হচ্ছে ! ছেলেঃ বাবা হসপিটাল এ নিয়ে যাব নাকি ডক্টর ডাকব ?? বাবাঃ পানি দে আমাকে ছেলেঃ বাবা ঠাণ্ডা নাকি গরম ? বাবাঃ নরমাল ছেলেঃ বাবা খাবে নাকি ইয়ুজ করবে ??


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.