যা বলবো সত্য বলবো, তবে সব সত্য বলবো না। আজ জনৈক ব্লগারের জন্ম দিন থেকে হটাৎ মনে পড়ল, জন্ম দিনটা ঠিক করা হল কিভাবে!? জন্ম তো একদিনই হয়, বারবার তো কেউ জন্মে না। ধরে নিলাম ‘মাহজাবিন’ ১৯৯০ই. সালে জনু মাসের ১৫-তারিখ, সোমবার, সকাল ১০-টায় জন্ম গ্রহণ করেছে। এটাই তো তার জন্ম তারিখ, তাই না। সে জীবনে একবার এক-সনে জন্ম গ্রহণ করেছে, আর সে সনটা হচ্ছে ১৯৯০ই.।
এ-সন তার জীবনে আর আসবে না, ২০১৩ই. সনের জুন তার জন্ম তারিখ নয়, কারণ সে জন্ম গ্রহণ করেছে ১৯৯০ই. সনের জুনের ১৫-তারিখ। তখন সে একদিনের শিশু মাত্র, এখন সে ২৩-বছরের যুবক। বিয়ে করে থাকলে হয়তো তার বাচ্চাও হয়েছে। তাই জন্ম তারিখ বললে: ১৫/৬/১৯৯০ই. লিখতে হবে তার জন্যে। অতএব ২০১৩ই. সন তার জন্ম-সন নয়, এ সনে জন্ম নেওয়া তার পক্ষে সম্ভবও নয়, কারণ মানুষ জন্মে একবার, পরের ধাপ মৃত্যুর।
এভাবেই তার জন্ম ও মৃত্যু। জন্ম একবার মৃত্যুও একবার। কোন বিবেকে ২০১৩ই. সনকে জন্ম-সাল বলি! অবশ্যই বিবেক থেকে আউট হয়েই বলি।
[উফ! কোন ক্ষেত্রে অধিকাংশ লোক আউট অব বিবেক হলে, বিবেকী লোকটাই কিন্তু তাদের সমাজ থেকে আউট হয়ে যায়, হওয়াই উচিত]
জুন-মাসে জন্ম গ্রহণ করেছে, কিন্তু সকল জুন মাসে নয়, নির্দিষ্ট একটি জুন মাসেই তার জন্ম, সেটা হচ্ছে ১৯৯০ই. সনের জুন মাস। অতএব প্রত্যেক জুন মাস তার জন্ম তারিখ হলে, প্রতি জুনেই কি সে শিশু বনে যায়! অথচ আজ সে ২৩-বছরের যুবক, ২৩-বছর আগে তার জন্ম।
অনুরূপ প্রতি সোমবার সে জন্ম গ্রহণ করে না, এ রকম সোমবার মাসে চারটা আসে, কখনো পাঁচটা। তাই সে মাসে চার বা পাঁচবার জন্ম গ্রহণ করে না।
[হায়রে ... দল! জন্মের মাসকে বলি জন্মের দিন। যদি বলতেই হয় প্রতি সোমবারকে জন্মের দিন বলা উচিত, কিন্তু বছরগুরে মাস আসলে সেটা হবে জন্মের দিন, জন্মের মাস-নয়! অবাক করা বিষয়!!!]
জন্ম দিন জন্মের দিন নয়, তবুও জন্ম দিন। ১৯৯০ই. ১২-জুনের সোমবার জন্ম গ্রহণ করেছে, দিন হিসেবে সেটা ছিল সোমবার।
কিন্তু আমরা জন্মের তারিখকে বলি জন্মের দিন, যদিও ২০১৩ই. সনের ১২-জুন সোমবার নয়, বরং বুধবার। জন্ম গ্রহণ করেছে সোমবার, আজ বুধবারকে তার জন্ম দিন বলছি!!! হে হে!!!
অতএব, জন্ম দিন পালনকারীদের বোকা রাজ্যে আমি বাস করতে রাজি নই। জন্ম দিন পালনকারীরা আমাকে বিবেকী না-বলুক, এটাই আমি চাই, বা কেউ আমাকে বিবেকী বললে বোকা-রাজ্য থেকে ফিরে আসুক।
মনে হয়, এই বোকামির জায়গা ইসলামে নেই বলেই, জন্ম দিন পালন করা তার দৃষ্টিতে হারাম।
বি.দ্র. ব্রাদার ব্লগার ‘জুন’-এর প্রসঙ্গে থেকে যেহেতু কথাগুলো মনে পড়ল, তাই তাকে স্মরণীয় করে রাখার জন্যই তার নামটি ব্যবহার করেছি।
আপত্তি থাকলে অবশ্যই ক্ষমা চাইব এবং পরিবর্তন করে দিব। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।