আমাদের কথা খুঁজে নিন

   

অত্যাশ্চর্য একটি বিজ্ঞাপন এবং বিলুপ্তপ্রায় এক জাতি স্বত্বা

পাখার ব্লেড-এর তালে সোজাসুজি কথা বলি ! খেলা ছাড়া টিভিসেটের তেমন একটা বসাই হয় না, চ্যাম্পিয়ন্স ট্রফির কারনে যা একটু এই কয়দিন ধইরা টিভিসেটের সামনে বইতেসি। তা কালকে খেলা দেখতেসিলাম হঠাৎ খেলার বেরেইকে রিমোট টিপাইতে টিপাইতে scs নামক এক অদ্ভুত বিজ্ঞাপন সর্বস্ব চ্যানেলে আইসা উপস্থিত হইলাম। এইখানে আইসা এমন একখান অদ্ভুত এড দেখিলাম চক্ষু পুরাই আসমানে উইঠা গেলো মনে মনে কইলাম কোন জমানায় আইয়া পড়লাম রে ভাই। এম্নেই তারা কিসু অদ্ভুত রকমের এড দেখায়, মাগার কালকের বিজ্ঞাপনের বিষয় বস্তু পুরাই অত্যাশ্চর্য। উক্ত ডিজিটাল ad এর বিষয় বস্তু ঠিক এই রকম ঃ- “কামালবাজার(মৌলভিবাজার) এর এক সাপে কাঁটা রোগীরে ঝাড়-ফুঁকের দ্বারা সুস্থ করার জন্যে সারা দেশের ওঝাদের আহবান করা হইতেসে।” এড খান দেইখা টাশকিত হওয়ার সাথে সাথে পুরাই নষ্টালজিয়ায় আক্রান্ত হইয়া পড়িলাম । বিটিভিতে এক সময়ে দেখা “বেদের মেয়ে জোসনা” টাইপ মুভির শিশ নাগ, ইচ্ছাধারী নাগ টাইপ ক্যারেক্টারের কথা মনে পইড়া গেলো সাথে সাথে চউক্ষে ভাইসা উঠলো পে পে পে পে করে বিন বাজিয়ে বেদেদের বিষ নামানোর দৃশ্য। সাথে সাথে টেনশিত ও আশান্বিত হলাম এই ভেবে ডিজি টাল এই যুগে এই সব বিশ্বাস করা লোক এখনও অবশিষ্ট আছে তাইলে যারা এখনো নিজ দায়িত্ত্বে বেদে, ওঝা সাপুড়ে এইসব নামসর্বস্ব শব্দগুলোকে খুজতেসে। কারন আজকের যুগে তো তাদের দেখা এখন আর পাওয়াই যায় না, তাদের স্থান এখন শুধু বইয়ের পাতায়ই সীমাবদ্ধ... “বাবুরাম সাপুড়ে, কোথা যাস বাপুরে আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা - যে সাপের চোখ নেই, শিং নেই, নোখ নেই, ছোটে না কি হাঁটে না, কাউকে যে কাটে না, করে না কো ফোঁসফাঁস মারে নাকো ঢুসঢাস, নেই কোন উৎপাত, খায় শুধু দুধভাত, সেই সাপ জ্যান্ত, গোটা দুই আন তো, তেড়ে মেরে ডাণ্ডা ক’রে দেই ঠাণ্ডা।”

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।