সবুজের বুকে লাল, সেতো উড়বেই চিরকাল ব্লগের সদস্য সংখ্যা যত, তার মধ্যে একটি উল্লেখযোগ্য অংশই কিন্ত ভোটার। আর সারা দেশ থেকেই ব্লগে অসংখ্য মানুষ এসে থাকেন। তাই এদের মধ্যে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে অনেকেই ভোট দিতে যাবেন।
তাদের প্রতিই আমার অনুরোধ, যেন আওয়ামি সমর্থিত প্রার্থিদের ভোট না দিন। কারণ তাতে আওয়ামি লিগের সন্ত্রাস, দুর্নীতি, বিচার বিভাগকে দলিয় কার্যালয় হিসাবে ব্যাবহার, বিরোধি দল মতকে ফ্যাসিস্ট কায়দায় দমন ইত্যাদি কার্যকলাপকে আরো উৎসাহিত করা হবে।
আর যদি আপনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে থাকেন, তাহলে আওয়ামি লিগকে ভোট না দেয়াটা আপনার দেশপ্রেমরই বহিঃপ্রকাশ ঘটাবে।
আপনারা হয়তো জেনে থাকবেন যে, অতি সম্প্রতি বিদেশি একটি প্রত্রিকা প্রকাশ করেছে যে, আমাদের অভ্যন্তরিন এবং আন্তর্জাতিক নীতিমালা নিয়ন্ত্রন করছে ভারত । নেহায়েত রাজাকার মনভাবম্পন্ন না হলে এই খবরে যে কারোই ক্রোধের সৃস্টি হবে।
জানি না, ব্লগ বা ফেইসবুকে কতদিন সত্য কথাগুলি তুলে ধরা যাবে। কেননা সন্ত্রাস বিরোধী আইন বলে যে আইন করা হয়েছে, সেখানে অন্তর্জালে দেশবিরোধী প্রচারণা চালানো হলে যাবজ্জীবন কারাদন্ডের বিধান রাখা হয়েছে।
এর আগে সব সময় দেখেছি যে, আওয়ামি বিরোধী আন্দোদল হলেই, শেয়ালের মত সমস্বরে আওয়ামি লিগের নেতা থেকে শুরু করে কর্মিরা পর্যন্ত একে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করার ষড়োযন্ত্র বলে প্রচার করতো।
এই কু আইনের বলে, আওয়ামি ভৃত্যের ভুমিকায় আদালত যে আওয়ামি বিরোধী লেখালেখি মাত্রই যে সন্ত্রাসি কর্মকান্ডের তকমা দেবে, সে কথা নিশ্চিতভাবেই লেখা যায়।
দেশের মানুষ কোন দিক দিয়েই ভালো নেই। আর আওয়ামি লিগের কুকর্মের লিস্টি প্রকাশ করার মত কোন মিডিয়া আর অবশিস্ট নেই। টকশোতে মত প্রকাশ করতে গিয়ে আওইয়ামি বিরোধীদের আজ হত্যার হুমকি দেয়া হচ্ছে।
আর সম্প্রতি ইন্টারনেটেও আওয়ামি বিরোধী মতামতকে সন্ত্রাসি কার্যকলাপ তকমা দিয়ে মতরুদ্ধ করার ষড়যন্ত্র চলছে।
এই অবস্থায়, আওয়ামি লিগের প্রতি অনাস্থা আনবার এই সুবর্ণ সুযোগ কেউ হেলায় হারাবেন না। প্রতিটা নির্বাচনেই আওয়ামি লিগের বিপক্ষ্যে ভোট দিয়ে, তাদের জানিয়ে দিন যে, সর্বক্ষেত্রে ব্যার্থতা, সন্ত্রাস, ডিজিটাল বাকশাল, দুর্নীতি, দেশদ্রোহিতা, সব কিছুর বিরুদ্ধে আপনার অবস্থান। ধন্যবাদ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।