আমাদের কথা খুঁজে নিন

   

।।...দেবী দূর্গা...।।

Love does not just sit there, like a stone: it has to be made, like bread, remade all the time, made new. হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে দেবী দূর্গা ‘দূর্গতিনাশিনী’ বা সকল দুঃখ দূর্দশার বিনাশকারিনী। কালী, ভগবতী, ভবানী, অম্বিকা, ললিতা, গৌরী, কুণ্ডলিনী, জবা, রাজেশ্বরী প্রমুখ হলেন দেবী দূর্গার অবতার। মহিষাসুর বধের জন্য সকল দেবতার প্রদত্ত শক্তি ও অস্ত্র-শস্ত্রে সজ্জিতা দেবীর আরো নয়টি নাম হলো স্কন্দমাতা, কুসুমাণ্ড, শৈলপুত্রী, কালরাত্রি, ব্রহ্মচারিনী, মহা গৌরী, কাত্যায়নী, চন্দ্রঘণ্টা ও সিদ্ধার্থী। দেবী দূর্গা ত্রি-নয়না বলে তাঁকে ‘ত্রৈম্বক্যে’ বলা হয়। তাঁর বাম চোখ হলো বাসনা (চন্দ্র), ডান চোখ কর্ম (সূর্য) ও কেন্দ্রীয় চোখ হলো জ্ঞান (অগ্নি)।

দেবী দূর্গা সিংহবাহিনী। সিংহ ক্ষমতা, ইচছাশক্তি ও সঙ্কল্পের প্রতীক। দূর্গার দশ বাহুতে যে দশটি অস্ত্র রয়েছে, সেই অস্ত্রসমূহও বিভিন্ন প্রতীকের ইঙ্গিতবাহী। শঙ্খ ‘প্রণব’ বা ওঙ্কার ধ্বনির অর্থবহতা নির্দেশ করে। তীর ধনুক দেবীর শক্তিমত্তার প্রতীক।

মায়ের হস্তে ধৃত বজ্রাগ্নি হলো ভক্তের সঙ্কল্পের দৃঢ়তা। সিংহবাহিনীর হাতে ধরা পদ্ম বা ‘পঙ্কজ’ অর্থ হলো পদ্ম যেমন কাদামাটির ভেতর হতে অনাবিল হয়ে ফোটে, তেমনি দেবীর উপাসকরাও যেন লোভ-লালসার জাগতিক কাদার ভেতর হতে আত্মার বিকাশ ঘটাতে পারে। দেবীর তর্জনীতে ধরা সুদর্শন চক্র তাঁর শুভতার লালন ও অশুভের বিনাশের ইচ্ছার প্রকাশ। দূর্গার হাতে ধরা তলোয়ার জ্ঞানের ইঙ্গিত ও ত্রিশুল হলো সত্ত্ব, রজঃ ও তমঃ গুণের প্রকাশ। সিংহের উপর দেবী দূর্গা অভয় মুদ্রার ভঙ্গিতে দাঁড়িয়ে থাকেন।

মহাভারত অনুসারে দূর্গা বিবেচিত হতে থাকেন কালী শক্তির যেই রূপ হিসাবে। নানা অমিল ও বৈচিত্র থাকা সত্বেও কিভাবে কালী দূর্গার রূপের সাথে মিশে এক হয়ে গেল সে রহস্য আজো অজানা। তবে আমার ব্যক্তিগত মত হচ্ছে কালী হচ্ছে প্রতিবাদের রুপ। যেটা দূর্গার আরেক রুপে দেখানো হয়েছে। ভিন্নমত থাকতেও পারে।

আরেকটা বিষয় হলো দূর্গার দশ হাত বলেই এতোদিন জানতাম কিন্তু এক মুরুব্বীকে জিজ্ঞেস করাতে বললেন দূর্গার হাত নাকি শতেক। আমি আর বিস্তারিত ততক্ষণাত জানতে পারি নি। তবে আশা করছি জেনে যাব। সকল তথ্য আগ্রহ থেকে নেটানুসন্ধান করা। দূর্গা কি কি রুপে পূজিত হন ? দূর্গা কি দেবী , নাকি মা মহামায়া ? মায়ের উগ্র দশভূজা রুপই পছন্দ করছে কেনো বাংলাভাষী সনাতনরা ! -বিপ্লব কান্তি কলকাতায় দেখা দূর্গা পূজা.....-প্রীটি সোনিয়া শিবঠাকুর ও দূর্গা দেবীর উত্থান-রাজেশ তালুকদার দেবী দূর্গা ও বিলুপ্ত মাতৃতন্ত্রের অবশেষ -অদিতি ফাল্গুনী কুমারী পূজা কারা কি কারনে করেন , কিভাবে এ পূজার প্রচলন হয়েছে ।

-বিপ্লব কান্তি বাংলাভাষী হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দূর্গা-পূজা সার্বজনীন কেনো ?-বিপ্লব কান্তি ছবি: গুগুল সার্চ দিয়ে পা্ওয়া  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৫ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।