সত্য সমাগত, মিথ্যা অপসৃত...............।
উপেক্ষার নির্মম পদাঘাতে
পিষ্ট হয় যে ফুলমালা, কেন তারে ঢেলে দাও
ঐ নিদ্রিত বেদীমূলে?
কঠিন পাথুরে দেবতা সে-
ভালবাসারে পারে না বুঝিতে!
অন্তর দেবতা যে জেগেছে আজ
কোমল বিশ্বাসে- পূজিও তারেই;
অর্ঘ্য দিও,
সজল আঁখিতে দিও সর্বস্ব-
ভালবেসো তারে সলাজ আবেগে।
সে জানু পেতে বসে-
হাত পেতে নেবে তোমার নৈবদ্যের ডালি।
কতগুলো প্রহর পেরুবে বাক্যহীন,
হিসেবের আর কীবা জানি!
কেবল নিঃস্বার্থ দানে
সে মহত্ত্ব কোথায়? গ্রহীতার গুনে মহত্তর হয়
দানের মহিমা- স্বর্ণ মন্দিরে পূজারি
জানে না সে গোপন কথা!
সে কথা জেনেছে বুঝি ঝরা শেফালীর শব !
যখন সবুজ ঘাসের গালিচা বুক পেতেছে,
শয্যায় নিয়েছে সে শব্দহীন ঘুম।
তারে ভালবেসো স্বপ্নীল অনুভবে;
অন্তহীন পাথারের মাঝে জেগে রবে তার
এক টুকরো দ্বীপ।
কোন এক দূর্গা পূজোয় 'নাম না জানা এক অনামিকা' চেয়েছিল পূজোর উপহার। 'কী দেবো তোমায়' বলে এই দিয়েছিলাম। সে কিন্তু ঠিকই জানু পেতে নিয়েছিল!
নির্লজ্জ পদাবলী-৩ (নির্লজ্জ প্রহর )
নির্লজ্জ পদাবলী-২(কতটা এগুলে মানুষ ?)
নির্লজ্জ পদাবলী-১( হৃদয় চেয়োনা, নারী ।)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।